অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আজ উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আজ উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট আজ (সোমবার) উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এটি দেশের ৫৪তম বাজেট। বিকেল ৩টায় বাজেট উপস্থাপন শুরু হবে এবং এটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টিভি ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।
এই বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। যদিও এটি চলতি অর্থবছরের ঘোষিত বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম, তবে সংশোধিত বাজেটের তুলনায় ৪৬ হাজার কোটি টাকা বেশি।
উন্নয়ন খাত বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি বছরের চেয়ে কম। অন্যদিকে পরিচালন ও নন-এডিপি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৫ লাখ ১৮ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর বহির্ভূত রাজস্ব থেকে আরও ৪৬ হাজার কোটি টাকা আয় ধরা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা ব্যাংক খাতসহ দেশি ও বিদেশি উৎস থেকে ঋণের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এবারের বাজেটে কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছর থেকে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষত নিবন্ধিত মুক্তিযোদ্ধারা আরও বেশি কর ছাড়ের সুযোগ পাবেন।
এছাড়া কিছু পণ্যের ওপর শুল্ক ও কর বৃদ্ধির প্রস্তাব থাকায় ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, মোবাইল ফোন, সাবান, শ্যাম্পু, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের দাম বাড়তে পারে। অন্যদিকে, অপরিশোধিত তেল, চিনি, টায়ার, টিউব, ব্রেক সু, বাস ও মাইক্রোবাসের দাম কমতে পারে।
এবার সংসদ না থাকায় বাজেট ঘোষণার পর কোনো সংসদীয় আলোচনা বা বিতর্ক হবে না। তবে বাজেট ঘোষণার পর অর্থ মন্ত্রণালয় নাগরিকদের কাছ থেকে প্রস্তাবিত বাজেটের ওপর মতামত আহ্বান করবে। প্রাপ্ত মতামতের ভিত্তিতে চূড়ান্ত বাজেট তৈরি করে আগামী ২৩ জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদন করা হবে। এরপর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট ১ জুলাই থেকে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাজেটের ভাষণটি পূর্ব-রেকর্ড করা হয়েছে এবং বিকেল ৩টায় তা সম্প্রচারিত হবে। বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে একই সময়ে সম্প্রচার করার অনুরোধ জানানো হয়েছে।