| ১১ আগস্ট ২০২৫
শিরোনাম:

পাহাড়ে চড়তে গিয়েই মিললো শতবর্ষ পুরনো সোনা, মূল্য ৪ কোটি টাকার বেশি!

পাহাড়ে চড়তে গিয়েই মিললো শতবর্ষ পুরনো সোনা, মূল্য ৪ কোটি টাকার বেশি!

চেক রিপাবলিকের উত্তর-পূর্বাঞ্চলের কারকোনোশে পাহাড়ে আরোহণ করতে গিয়ে রহস্যময় একটি অ্যালুমিনিয়ামের বাক্স খুঁজে পান দুই পর্বতারোহী। বাক্সটি খুলতেই তারা পেয়ে যান অমূল্য এক ধনভাণ্ডার। প্রশ্ন হলো, কি ছিল সেই বাক্সে?

বাক্স খুলে তারা দেখতে পান ১০টি সোনার ব্রেসলেট, একটি পাউডার কেস, ৫৯৮টি সোনার মুদ্রা এবং একটি চিরুনি। এই সোনার গুপ্তধনের বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা (বাংলাদেশি মুদ্রায়)।

স্থানীয় প্রত্নতত্ত্ববিদ মিরোস্লাভ নোভাক জানান, এই ধনভাণ্ডার আবিষ্কারের পর দুই পর্বতারোহী সেটি গোপনীয়তার শর্তে কাছাকাছি শহর হরাডেক ক্রালোভের ইস্ট বোহেমিয়া জাদুঘরে জমা দেন।

সোনার মুদ্রাগুলোর মধ্যে একটি ১৯২১ সালের। ধারণা করা হচ্ছে, এই মুদ্রাগুলি প্রায় ১০০ বছর আগের। কে বা কারা এই সোনা পাহাড়ের গভীরে লুকিয়ে রেখেছিল, তা জানতে তদন্ত চলছে। প্রথমে সেগুলো পরীক্ষা করেন জাদুঘরের নামী মুদ্রা বিশারদ।

কারকোনোশে পাহাড় একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। বিশেষজ্ঞদের ধারণা, এটি কোনো ধনী পরিবারের লুকানো সম্পদ কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের গুপ্তধন হতে পারে।

এই আবিষ্কার স্থানীয় ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের মধ্যে নতুন গবেষণার আগ্রহ সৃষ্টি করেছে। তবে এখনো গুপ্তধনের প্রকৃত রহস্য উন্মোচিত হয়নি!

সূত্র: সিএনএন নিউজ

রাজউকের গত ১৫ বছরের সব কার্যক্রমে নিরীক্ষার নির্দেশ

পাহাড়ে চড়তে গিয়েই মিললো শতবর্ষ পুরনো সোনা, মূল্য ৪ কোটি টাকার বেশি!

গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সব আয়-ব্যয় ও কার্যক্রমের নিরীক্ষা করার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ, হস্তান্তরসহ যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব অন্তর্ভুক্ত থাকবে।

রবিবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে।

নিরীক্ষা কার্যক্রমের নির্দেশনা:

নিরীক্ষার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং তা অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

নিরীক্ষা টিম গঠন করে সদস্যদের নাম, পদবি ও যোগাযোগ নম্বর মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

রাজউককে প্রতিটি ধাপে অবহিত রাখতে হবে।

সর্বোচ্চ তিন মাসের মধ্যে নিরীক্ষা শেষ করতে হবে।

নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে।

এই পদক্ষেপের মাধ্যমে গত ১৫ বছরে রাজউকের কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়াই ৯ জনের

পাহাড়ে চড়তে গিয়েই মিললো শতবর্ষ পুরনো সোনা, মূল্য ৪ কোটি টাকার বেশি!

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা আজ রবিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ও বিকেল— দুই শিফটে নেওয়া হবে এই পরীক্ষা, যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৯ জন শিক্ষার্থী।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন ৬ হাজার ৪২৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন ১০টি বিভাগে মোট ৭৫০টি আসনের জন্য।

 

আসন বিন্যাস:

বড় বিভাগসমূহ: সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং— প্রতিটি বিভাগে ১২০টি করে আসন, মোট ৬০০টি।

 

ছোট বিভাগসমূহ: আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং— প্রতিটি বিভাগে ৩০টি করে আসন, মোট ১৫০টি।

 

 

ভর্তি প্রক্রিয়ার অগ্রগতি:

আবেদন গ্রহণ শুরু হয় ২৮ মে এবং শেষ হয় ৩০ জুন। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ২৪ জুলাই, এরপর প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করেন।

 

পরীক্ষার কাঠামো ও সময়সূচি:

পরীক্ষা দুটি পত্রে (নন-টেক ও টেক) মোট ৩০০ নম্বরের হবে এবং আড়াই ঘণ্টায় (এমসিকিউ ও লিখিত) সম্পন্ন হবে।

 

পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ভবনে— পুরাতন একাডেমিক ভবন, সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবন এবং টেক্সটাইল ওয়ার্কশপ ভবন।

 

প্রথম শিফট (সকাল ৯:৩০ – দুপুর ১২:০০): সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার।

 

দ্বিতীয় শিফট (দুপুর ২:০০ – বিকেল ৪:৩০): ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং।

 

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে ভর্তি পরীক্ষা সম্পন্নের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঝিনাইদহ সীমান্তে আটক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন

পাহাড়ে চড়তে গিয়েই মিললো শতবর্ষ পুরনো সোনা, মূল্য ৪ কোটি টাকার বেশি!

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক রিয়াজ উদ্দীন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা ডা. দীপু মনির ভাগ্নে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় জনতা রিয়াজ উদ্দীনকে তিন দালালের সঙ্গে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন। আটক দালালরা হলেন—সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে মহেশপুরের দালালদের হাতে তুলে দেন।

শনিবার দুপুরে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে জেলেপোতা গ্রামের বাসিন্দারা তিন দালালের সঙ্গে রিয়াজ উদ্দীনকে দেখে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×