বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সিংড়ায় কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

সিংড়ায় কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কংগ্রেস দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সিংড়া উপজেলা কৃষি হলরুমে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, কৃষি সম্প্রসারণ বিভাগ সকল কৃষককে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে উপজেলায় ৩৫টি কৃষক পার্টনার স্কুল হয়েছে। এতে ২৫জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]