আন্তর্জাতিক নার্স দিবস-২০২৫ উপলক্ষে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১২ মে) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ তমাল।
এছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার দিপালী রানী, নার্সিং ইনচার্জ মাসুদা আক্তার এবং সিনিয়র স্টাফ নার্স মনখুশী মুন্সী।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অনস্বীকার্য। মানুষের পাশে থেকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন নার্সরা, যা প্রশংসনীয়। নার্সদের সম্মান ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী ও সকল পর্যায়ের নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।