মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

আবাসন নিউজ২৪|নিউজ ডেস্কঃ

সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

ছবিঃ সংগৃহীত, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

 

সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বিদেশ গমন নিয়ে দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি ঘিরে নানা প্রশ্ন ও আলোচনা চলমান। এমন প্রেক্ষাপটে সরকার বিষয়টি তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।

গত ৭ মে ২০২৫, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পাড়ি জমান সাবেক এই রাষ্ট্রপতি। তাঁর এই গোপন বিদেশ যাত্রা নিয়ে প্রশাসনিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতেই গঠিত হয়েছে এই বিশেষ তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সদস্যরাঃ

(১) অধ্যাপক সি আর আবরার, মাননীয় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় (সভাপতি)
(২) সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয় (সদস্য)
(৩)ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন, মাননীয় উপদেষ্টা, নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয় (সদস্য)

এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির তদন্তের মূল উদ্দেশ্যঃ

সাবেক রাষ্ট্রপতি কীভাবে ও কার অনুমতিতে বিদেশ গমন করেছেন, তা খতিয়ে দেখা।

এই প্রক্রিয়ায় কোনো কর্তৃপক্ষ দায়িত্বে গাফিলতি করেছে কি না, তা নির্ধারণ করা।

যদি কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকেন, তবে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের সুপারিশ পেশ করা।

কমিটিকে প্রয়োজনবোধে যেকোনো সরকারি কাগজপত্র, তথ্য-প্রমাণ ও সাক্ষ্য গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিটির কাজে সহযোগিতা করতে বাধ্য থাকবেন।

কমিটি চাইলে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতেও পারবে। তদন্ত কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সাচিবিক সহায়তা প্রদান করবে।

জনমনে প্রশ্নঃ সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রা কীভাবে হলো?

এই ঘটনা সামনে আসার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সাবেক রাষ্ট্রপতির বিদেশে যাওয়া কি সরকারের অজান্তেই হয়েছে? যদি তা-ই হয়ে থাকে, তবে এটি কতটা নিয়মবহির্ভূত এবং কেন এমন ঘটলো—তা জানার জন্যই এখন চোখ রাখা হচ্ছে তদন্ত কমিটির রিপোর্টের দিকে।

সারসংক্ষেপঃ

বিষয় তথ্য-

বিদেশ গমনের তারিখ ৭ মে ২০২৫
বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
কমিটি গঠনের তারিখ ১১ মে ২০২৫
প্রতিবেদন জমার সময় ১৫ দিনের মধ্যে
কমিটির নেতৃত্ব অধ্যাপক সি আর আবরার

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]