রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধিঃ

মঙ্গলবার (৬ মে) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে কারারক্ষী পদে চাকরিপ্রার্থীরা।কারারক্ষী পদে নিয়োগে অনিয়ম, বিশৃঙ্খলা ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে এ বিক্ষোভ করে চাকরিপ্রার্থীরা।তারা এই নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানায়।
পরীক্ষার্থীরা অভিযোগ করেন ,০৬ মে,২০২৫ মঙ্গলবার সকালে বরিশাল বিভাগের ছয় জেলা বরিশাল, পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠির প্রার্থীরা কারারক্ষী পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ঝালকাঠি জেলা কারাগার চত্বরে জড়ো হন।
পরীক্ষার সময় গেট থেকে অনেককে প্রবেশ করতে দেয়া হয়নি। তাদের সাথে দুর্ব্যবহার করা হয় , তাদের শিক্ষাগত সনদ ছিঁড়ে ফেলা এবং শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তোলেন তারা।
এরপর পরীক্ষার্থীদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ এবং অভিযোগের একটি অনুলিপি ঝালকাঠি জেলা প্রশাসকের নিকট দেয়া হয়েছে।
তবে এই ঘটনার বিষয় ঝালকাঠি জেলা কারাগারের জেল সুপার মো. আবদুল্লাহ ইবনে তোফাজ্জেল হোসেন খান বলেন, ‘এ নিয়োগ পরীক্ষার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ঝালকাঠি শুধু ভেন্যু হিসেবে ব্যবহার হয়েছে। পরীক্ষা নিয়েছে ঢাকা থেকে আসা কর্মকর্তারা।’

ঝালকাঠি জেলা প্রশাসক(যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) আশরাফুর রহমান বলেন, ‘আমি অভিযোগের অনুলিপি পেয়েছি। তবে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। পরীক্ষার আয়োজনের সঙ্গে জড়িতদের কাছে জানতে চাইলে তারা অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন।’

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]