রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে যুবককে তুলে নিয়ে ১ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে যুবককে তুলে নিয়ে ১ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে যুবককে তুলে নিয়ে ১ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে আবু হানিফ নামে এক যুবককে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক হ্যান্ডকাপ পড়িয়ে গাড়িতে তুলে ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে সড়কের পাশে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী যুবক আবু হানিফ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা।

সোমবার (০৫ মে) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেট এলাকার অদুরে ওই যুবককে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই যুবক আবু হানিফ বলেন, দুপুরে রাজবাড়ী সদরের আলাদীপুর থেকে চেকের মাধ্যমে ১ লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে অটোরিকসায় করে বাড়ী ফিরছিলাম। খানখানাপুর রেলগেটের আগে ৪-৫ জন অটোরিক্সার গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার কাছে মাদক আছে বলে গাড়িতে উঠতে বলে। এ সময় তাদের গায়ে ডিবি পুলিশের পোশাক ছিল। তখন অস্ত্র ঢেকিয়ে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে আমার হাত, পা, মুখ বেঁধে ফেলে এবং ব্যাংক থেকে তোলা ১ লক্ষ টাকা ও মানিব্যাগে থাকা ১০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে মারধর করে শহিদওহাবপুর আখ সেন্টারের পাশের একটি নির্জন স্থানে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, খানখানাপুর রেলগেট এলাকায় যখন এ ঘটনা ঘটেছে, তখন ডিবি পুলিশের কোন  টিম বা সদস্য ওখানে ছিল না। মূলত একটা চক্র ডিবি পুলিশ পরিচয় দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। সিসি টিভি ফুটেজসহ অনেক তথ্য উপাত্ত পেয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ চক্রকে আইনের আওতায় আনতে পারবো।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]