ঈদুল আজহা সামনে রেখে টানা ১০ দিনের ছুটি, ঘোষণা দিল উপদেষ্টা পরিষদ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের মানুষকে স্বস্তির খবর দিল সরকার। এবারের কোরবানির ঈদে মিলছে টানা ১০ দিনের ছুটি। আজ মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লেখেন, “জনগণের যাতায়াত, পশু পরিবহন, কোরবানির প্রস্তুতি এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।” পরে আবাসন নিউজ২৪.কমকে তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবেও নিশ্চিত করেন।
সরকারি ছুটি নিয়ে সাধারণ মানুষের সব সময়ই আগ্রহ থাকে। গত ঈদুল ফিতরে যেমন টানা ৯ দিনের ছুটি উপভোগ করেছে দেশবাসী। তখন ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ছিল। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি, এরপর ২৭ মার্চ অফিস খোলা ছিল মাত্র একদিন। এরপর শুরু হয়েছিল ঈদের ছুটির আনন্দযাত্রা।
এবারের ঈদুল আজহায় ছুটি আরও এক দিন বেশি। অর্থাৎ ঈদের আগে ও পরে মিলে ১০ দিন ছুটি থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কর্মজীবীরা। অনেকেই ইতিমধ্যে গ্রামের বাড়ির ট্রেন, বাস বা লঞ্চের টিকিট বুকিং নিয়ে ভাবনায় পড়ে গেছেন। বিশেষ করে যারা ঢাকায় থাকেন কিন্তু পরিবার-পরিজন রয়েছেন মফস্বলে, তাদের জন্য এ দীর্ঘ ছুটি যেন এক ধরনের আশীর্বাদ।
সরকার বলছে, এই সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্যই হলো ঈদের সময় মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, কোরবানির গরু-ছাগল আনতে পারে, আর পরিবার নিয়ে যেন শান্তিতে সময় কাটাতে পারে। দেশের পরিবহন খাত, পশুর হাট এবং নিরাপত্তাব্যবস্থাও এই ছুটিকে সামনে রেখে বিশেষভাবে প্রস্তুত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারি প্রজ্ঞাপন দিয়ে ছুটির নির্দিষ্ট দিনক্ষণ খুব শিগগিরই জানানো হবে। তবে ইতোমধ্যেই দেশজুড়ে মানুষের মধ্যে ঈদের আমেজ আরও গভীর হয়েছে এই ঘোষণা ঘিরে।