শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে ফেসবুকে নবী (সা:) ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ, অভিযুক্ত পুলিশ হেফাজতে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে ফেসবুকে নবী (সা:) ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ, অভিযুক্ত পুলিশ হেফাজতে

নবী (সা:) ও আল্লাহকে নিয়ে কটূক্তি

ঝালকাঠিতে ফেসবুকে নবী (সা:) ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ, অভিযুক্ত পুলিশ হেফাজতে

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা এলাকার হরেন আচার্য্যের ছেলে আপন আচার্য্য (২০) নামে এক যুবকের উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ও আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে।যদিও এই বিষয়ে আপন ও তার পরিবারের দাবি, আপনের ফেসবুক আইডিটি হ্যক হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে Rayan Khan নামক একটি ফেসবুক আইডি থেকে সেনাবাহিনী কর্তৃক একজন হুজুরকে মারার দৃশ্য সংক্রান্ত,, ভিডিওর ক্যাপশনে রাসূলকে অপমান করেছে তাই প্রতিবাদ করতে যাওয়া এই হুজুরকে আপনি তো লাঞ্ছিত করে তাড়িয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ এর জবাব হাশরের ময়দানে দিতে হবে দিয়ে পোস্ট করেন। পোস্টে আপন হা হা ইমুজি রিয়েক্ট দেন।

পোস্টে হা হা ইমুজি রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে Ryan Khan ও আপন আচার্য্য এর মধ্যে মেসেঞ্জারে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আপন আচার্য্য নবী ও আল্লাহকে নিয়ে গালমন্দ স্বরুপ কটু কথা বলেন।

নবী ও আল্লাহকে নিয়ে গালমন্দের মেসেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে। শুক্রবার (২ মে) রাতে স্থানীয় জনতা অভিযুক্ত আপন আচার্য্য এর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকার মানুষদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত আপনকে পুলিশি হেফাজাতে নেয়।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আমারা অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখছি এবং জিজ্ঞেসাবাদ করছি। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক ও আামাদের নিয়ন্ত্রনে আছে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]