
নলছিটিতে গাঁজা চাষের অভিযোগে দুই যুবক গ্রেফতারঃ ১৪টি গাঁজা গাছ উদ্ধার
ঝালকাঠির নলছিটি উপজেলার একটি শান্তিপূর্ণ গ্রাম ফুলহরিতে হঠাৎই তোলপাড়। গাঁজা চাষের অভিযোগে ওই গ্রামের দুই তরুণ—জুয়েল হাওলাদার (৩২) ও হৃদয় মোল্লা (১৯)—কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাতে ফুলহরি গ্রামে তাদের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে এই গ্রেফতার কার্যকর করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন এক সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গ্রামের একাংশে গোপনে গাঁজা চাষ করা হচ্ছে। এরপরই ফুলহরি গ্রামের জুয়েল ও হৃদয়ের বাড়ির চারপাশে নজরদারি শুরু হয়। রাতে পরিচালিত অভিযানে বসতবাড়ির দক্ষিণ পাশে, পুকুরপাড় ঘেঁষে থাকা ভুট্টা ক্ষেতের ভেতর থেকে উদ্ধার করা হয় নানা উচ্চতার মোট ১৪টি গাঁজা গাছ।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সুবর্ণ চন্দ্র দে। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে তথ্য যাচাই করে দেখছিলাম। অবশেষে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ দুজনকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঘটনার পর থেকেই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, ফুলহরি গ্রামের মতো একটি শান্ত ও কৃষিনির্ভর এলাকায় এমন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর সত্যিই দুঃখজনক। অনেকে ভাবতেও পারছেন না যে, পরিচিত মুখগুলোর মধ্যেই এমন কেউ লুকিয়ে ছিল, যারা মাদকের সঙ্গে যুক্ত।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে এবং যেকোনো মূল্যে মাদক চক্রের শিকড় উপড়ে ফেলা হবে।

গ্রেফতার দুই যুবকের একজনের বয়স ৩২, অপরজনের ১৯
উদ্ধার করা গাঁজা গাছের সংখ্যা ১৪টি
গাঁজা গাছগুলো ভুট্টা ক্ষেতের মধ্যে লুকানো ছিল
ডিবি পুলিশের তথ্যভিত্তিক অভিযান
মাদকমুক্ত সমাজ গড়তে সমাজের সকল শ্রেণির মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। কারণ, অপরাধী যত চতুরই হোক, আইনের হাত থেকে কেউই রেহাই পায় না।