কাশ্মিরে আকাশপথে উত্তেজনাঃভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া দিল পাকিস্তানি জেট
ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে লক্ষ্য করে পাকিস্তানের ফাইটার জেট মোতায়েন করেছে ইসলামাবাদ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে, জম্মু-কাশ্মির সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে (এলওসি)। বিষয়টি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা ফের চরমে পৌঁছেছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ভারতীয় যুদ্ধবিমানগুলো নিয়ন্ত্রণরেখা অতিক্রম না করলেও, সীমান্তের খুব কাছাকাছি এলাকা দিয়ে টহল দিচ্ছিল। এ অবস্থায় পাকিস্তান বিমানবাহিনী দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং আকাশে মোতায়েন করে তাদের ফাইটার জেট। এতে বাধ্য হয়ে ভারতীয় রাফালগুলো সরে যেতে বাধ্য হয়।
ঘটনার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, “বিশ্বস্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত।”
সম্প্রতি জম্মু-কাশ্মিরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি বক্তব্য ও যুদ্ধের ইঙ্গিত পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
উল্লেখ্য, দেশভাগের পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক বৈরিতায় পরিপূর্ণ। সীমান্তে নিয়মিত সংঘর্ষ, সন্ত্রাসী হামলা এবং কূটনৈতিক টানাপোড়েন দুই দেশের শান্তি প্রচেষ্টাকে বারবার বিঘ্নিত করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের পরিস্থিতিতে উভয় পক্ষের কৌশলগত ধৈর্য ও আন্তর্জাতিক হস্তক্ষেপই পারে বড় ধরনের সংঘাত এড়াতে।