মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

 রাজবাড়ী প্রতিনিধিঃ

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস কর ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”  এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় এ উপলক্ষে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জাহানের সভাপতিত্বে বক্তৃতা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হুসেন মে,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  আবু রাসেল, রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. সোহেল শেখ, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি ও জেলা এইডের সদস্য অ্যাড. মোঃ হাবিবুর রহমান বাচ্চু,  রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুর রাজ্জাক (২) প্রমুখ।

বক্তারা বলেন, আর্থিক ভাবে অসচ্ছল ব্যক্তিদের আইনগত সহায়তার মাধ্যমে জেলা লিগ্যাল এইড কার্যক্রম সরকারী আইন সহায়তা কার্যক্রমকে জনপ্রিয় করতে পারে। এ কারণে লিগ্যাল এইড কার্যক্রমকে তরান্বিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। আইনের সহায়তার মাধ্যমে বিচার প্রার্থীদের সহায়তা করার মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]