রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদের প্রকৌশলী নিহত

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধিঃ

ছবিঃ সংগৃহীত

বরিশাল – খুলনা আঞ্চলিক মহাসড়কে গাছের সাথে ধাক্কায় ঝালকাঠি জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান(৪৭) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উল্লেখিত মহাসড়কের ঝালকাঠির ঢাপড় নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। মৃত প্রকৌশলী সাইদুর রহমান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের আ:রশিদ হাওলাদারের পুত্র। তিনি ব্যক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক এবং তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় , প্রকৌশলী সাইদূর রহমান অফিসিয়াল কাজ শেষে মটর সাইকেল চালিয়ে বরিশালে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ছিটকে পড়ে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।
নলছিটি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নলছিটি থানার ওসি আ:সালাম জানান, মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুল রহমান নিহত হয়েছে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মৃত সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]