
রাজবাড়ীতে ক্যান্সার সোসাইটি ও সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন ঢাকার যৌথ উদ্যোগে ক্যান্সার রোগ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রাজবাড়ী পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অ্যাডভোকেট দেবাহুতী চক্রবর্তী। আলোচনা করেন, সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন ঢাকার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবু জামিল ফয়সাল, সেন্টার ফর ক্যান্সার কেয়ার ঢাকার সাধারণ সম্পাদক জাহানি গুলশান, ডা. দীপক কুমার বিশ্বাস, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, মাহফুজা হক নীলা, সাংবাদিক আবু মুসা বিশ্বাস, অ্যাডভোকেট শফিকুল আজম মামুন, ফকীর শাহাদাত হোসেন, সৈয়দ ইকবাল প্রমুখ।
মতবিনিময় সভায় রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সাথে ঢাকার ফাউন্ডেশন যৌথভাবে কাজ করার ঐকমত্যে পৌঁছান। ক্যান্সার আক্রান্ত রোগীর প্রাথমিক রোগ নির্ণয় বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
