ঝালকাঠিতে পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা চালু করা বাংলাদেশে আইনত নিষিদ্ধ এবং এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে গণ্য করা হয়।
হাইকোর্টের ১৮ মার্চ ২০২৫ তারিখের এক রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, পরিবেশ ছাড়পত্র না থাকলে কোনো ইটভাটা বৈধ নয় এবং এসব অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এই রায়ের পর থেকেই দেশব্যাপী শুরু হয়েছে পরিবেশ অধিদপ্তরের অভিযান।
এরই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল বৃহস্পতিবার ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামে অবস্থিত মেসার্স ষ্টার ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন। অভিযানে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আমিনুল হক প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা গণমাধ্যমকে জানান, "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫ ধারা লঙ্ঘনের অপরাধে ইটভাটা মালিক ফারুক সরদারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে, ফায়ার সার্ভিসের সহায়তায় চুল্লির আগুন নিভিয়ে এবং কাঁচা ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।"
তিনি আরও বলেন, "পরিবেশ বিধিমালা লঙ্ঘন করে ইটভাটা চালু রাখা যাবে না। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে।"
এই অভিযানের মাধ্যমে ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় প্রশাসনের সক্রিয় ভূমিকা আবারও প্রমাণিত হলো বলে জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।