শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলে অপহরণ, মিয়ানমার সীমান্তে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

মোহাম্মদ ইউনুছ অভি কক্সবাজার প্রতিনিধিঃ

নাফ নদী, টেকনাফ

টেকনাফের নাফ নদীতে মাছ শিকারের সময় মায়ানমার জলসীমানায় অতিক্রমকালে দুইজন বাংলাদেশি জেলের ধরে নিয়ে গেল আরাকান আর্মি।

অপহৃত জেলেরা হলেন, টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে সংলগ্ন বালুখালী এলাকার বাসিন্দার এলাকার আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রসিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরের উপজেলার হোয়াইক্যং ইউপিস্থ নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমার জলসীমানা অতিক্রম করলে তাঁদের আটক করে নিয়ে যায়।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার-১৮ হতে দক্ষিণ পূর্বে আনুমানিক ৩ কিলোমিটার নাফ নদীতে বগার দ্বীপ নামক এলাকা নাফ নদীতে মাছ শিকারে মায়ানমার জলসীমানা অতিক্রম করলে দুই জন বাংলাদেশি জেলেকে আটক করেন আরাকান আর্মি।

তিনি বলেন, হোয়াইক্যং নাফ নদী সীমান্ত দিয়ে জেলেদের মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকলেও সেটি অমান্য করে নাফ নদীতে মাছ শিকারে যায় জেলেরা।

হোয়াইক্যং উত্তর পাড়া এলাকার বাসিন্দার মোহাম্মদ জামাল জানান, সকালে নাফ নদীতে মাছ শিকারে গেলে মায়ানমার জলসীমানা অতিক্রম করলে আরাকান আর্মি দুইজন স্থানীয় জেলেকে আটক করে নিয়ে যায়। তাঁদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com