শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে হেফাজতে ইসলাম, নবীনগর উপজেলা শাখার কমিটি নিয়ে ধুম্রজাল।

আবু হাসান আপন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

নবীনগরে হেফাজতে ইসলাম, নবীনগর উপজেলা শাখার কমিটি নিয়ে ধুম্রজাল।

নবীনগরে হেফাজতে ইসলাম, নবীনগর উপজেলা শাখার কমিটি নিয়ে ধুম্রজাল।

নবীনগরে হেফাজতে ইসলাম, নবীনগর উপজেলা শাখার কমিটি নিয়ে ধুম্রজাল।

 

হেফাজতে ইসলাম বাংলাদেশ নবীনগর উপজেলার শাখা কমিটি নিয়ে দুপক্ষের পরস্পর বিরোধী বক্তব্য। হেফাজতে ইসলামের কর্মীদের মাঝে এই নিয়ে দিদা দ্বন্দ্বে ভুগছে । আজ বুধবার (২৩/০৪) হেফাজত ইসলাম নবীনগর শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম নবীনগর রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত নিজেকে হেফাজতে ইসলাম নবীনগর উপজেলা শাখার সভাপতি দাবী করেন।এ সময় সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নবীনগর উপজেলা শাখার সহ-সভাপতি ও যোগ্য সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। অপরদিকে হেফাজত ইসলামের নবীনগর শাখার নবগঠিত কমিটির সভাপতি মুফতি বেলায়েতুল্লাহ ও মাওলানা মেহেদী হাসান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এ ধরনের প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে।
মাওলানা আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, হেফাজতে ইসলামের দুর্দিনে যখন কেউ পদ নিতে আগ্রহী ছিল না তখন থেকে আমি নবীনগর উপজেলা শাখার সভাপতি হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করে আসছি। গত ১৫ ফেব্রুয়ারি জেলা নেতৃবৃন্দদের উপস্থিতিতে বাংলাদেশ হেফাজতে ইসলামের নবীনগর শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সে কাউন্সিল অধিবেশনে দলের ৯৭% ভোটার আমিরুল ইসলামকে পুনরায় সভাপতি হিসেবে সরাসরি ভোট প্রদান করে নির্বাচিত করেন। সে সময় কথিত মেহেদী হাসান বাধা প্রদান করেন এবং হুমকি ধামকি ও মারমুখী আচরণ করে কমিটি ঘোষণা করতে নিষেধ করেন।যা দলের গঠনতন্ত্র বিরোধী।জেলা নেতৃবৃন্দ পরিস্থিতি শান্ত রাখতে কমিটি পরে ঘোষণা করা হবে জানিয়ে কাউন্সিল সমাপ্ত করেন। তিনি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করেন এবং নবীনগর এসে আবারো কাউন্সিল অধিবেশন ডেকে তৃণমূলের নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে কমিটি ঘোষণার দাবি জানান।
মাওলানা মেহেদী হাসান বলেন, ১৫ ফেব্রুয়ারি কাউন্সিলের অধিবেশনের পর পরবর্তী সময়ে জেলার দলীয় অফিসে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মুফতি বেলায়েতুল্লাহকে সভাপতি ও আমাকে (মেহেদী হাসান) সাধারণ সম্পাদক করে নবীনগর উপজেলা হেফাজতের কমিটির গঠন করে অনুমোদন প্রদান করেন। কমিটি অনুমোদনের কাগজে দেখতে চাইলে যায় যায় কালকে মেহেদী হাসান বলেন, অচিরেই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি অনুমোদনের কাগজ আপনাদের সামনে উপস্থাপন করা হবে।
বাংলাদেশ হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজ্জম বলেন, ওই কাউন্সিল অধিবেশনে আমরা কমিটির ঘোষণা করতে না পারলেও পরবর্তী সময়ে কেন্দ্রীয় ও উপজেলার নেতৃবৃন্দদের উপস্থিতিতে জেলা জামায়েতে সভায় মুফতি বেলায়েতুল্লাহ সভাপতি ও মাওলানা মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটির সিদ্ধান্ত হয়েছে কিন্তু অফিসিয়াল ভাবে এখনও আমরা কোন চিঠি ইসু করিনি

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com