| ১ জুলাই ২০২৫
শিরোনাম:

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে উপজেলার নৈকাঠি এলাকায় সোমবার ১১ টারদিকে খুলনা পিরোজপুর বরিশাল আঞ্চলিক মহাসড়কে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে স্থানীয়রা।

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, রাকিব, দেলোয়ার হোসেনসহ স্থানীয় একাধিক ব্যবসায়ীও স্থানীয় জনতা।
বক্তরা বলেন, আমাদের বিদ্যুৎ বিল একমাসের সাথে অন্য মাসের কোন মিল থাকে না ইচ্ছে মতো বিল তৈরি করে। তারপর নানা ধরনের চার্জ ডিমান্ড চার্জ মিটার ভাড়া আরও কতগুলো চার্জ যে গুলো আমারা বুঝিও না। আমরা টাকা দিয়ে মিটার ক্রয় করে সেই মিটার ভাড়া কেন দিব।আমরা এর সুষ্ঠু সমাধান চাই এই ভুতুড়ে বিল থেকে মুক্তি পেতে চাই।
তারা আরও বলেন, আমরা নিজের টাকায় প্রিপেইড মিটার কিনে সংযোগ নিয়েছি, অথচ সেই মিটারের ভাড়াও দিতে হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। ভুতুড়ে বিল এবং অতিরিক্ত চার্জ থেকে মুক্তি চেয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু সমাধান দাবি করেন তারা।
সময় ক্ষুব্ধ গ্রাহকরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির এই অনিয়ম দীর্ঘদিন ধরেই চলমান, কিন্তু কোনো সুরাহা হয়নি। দাবি আদায় না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার(অ:দা:) প্রকৌশলী মোঃ রবিউল হোসেন বলেন, মিটারে যে রিডিং হয় সেই অনুযায়ী বিল তৈরি করা হয়। গরমকাল আসছে অনেকেই বেশি বিদ্যুৎ ব্যবহার করে যার কারণে বেশি বিল হয়।

‘মেগাস্টার’ শব্দ নিয়ে আপত্তি জাহিদ হাসানের শাকিবকে শুধু অভিনেতা হিসেবেই দেখতে চান

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

জাহিদ হাসান : ছবি-সংগৃহীত

ঢালিউডের রাজপথের শীর্ষ নায়ক শাকিব খান টানা ২৬ বছর ধরে উপহার দিয়ে যাচ্ছেন সুপারহিট সিনেমা। দেশ-বিদেশের অগণিত ভক্ত তাকে কখনো ‘কিং খান’, কখনো ‘সুপারস্টার’, আবার কখনো ‘নবাব’ উপাধি দিয়েছেন। সম্প্রতি শাকিবের নামের আগে ‘মেগাস্টার’ শব্দও যুক্ত হয়েছে, যা নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

গত ঈদে শাকিব খানের তাণ্ডব এবং জাহিদ হাসানের উৎসব একসঙ্গে মুক্তি পায়। প্রথমে শাকিবের সিনেমা এগিয়ে থাকলেও ধীরে ধীরে প্রেক্ষাগৃহে দর্শক টানছে জাহিদ হাসানের উৎসব। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে উৎসব–এর প্রদর্শনীও বেড়েছে।

শাকিবের ‘মেগাস্টার’ খেতাব নিয়ে জাহিদ হাসান বলেন, ‘শাকিব খান তো একজন অভিনেতা। আমাদের দেশে তাকে আলাদা করে বলা হয় “মেগাস্টার শাকিব খান”, আর অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন তাকে এই বিশেষ ট্যাগ দেওয়া হয়, বুঝি না। এটা শুনলে ভালো লাগে না।’

এ প্রসঙ্গে জাহিদ হাসান আরও বলেন, ‘শেক্‌সপিয়ারের একটা কথা আছে, কোনো কিছু হওয়া বড় কথা না, হয়ে থাকাটাই বড় কথা। ঈদে বড় হল সংখ্যা পাওয়াই মুখ্য নয়, সেগুলো ধরে রাখাই আসল। শাকিবের সিনেমা অনেক হলে মুক্তি পেলেও শেষ পর্যন্ত তা থাকছে না, এটা কিন্তু শিল্পীর জন্য অপমানজনক। বিনয়ী থাকাই ভালো।’

তবে শাকিব বা অন্য কোনো শিল্পীর প্রতি তার কোনো বিরূপ মনোভাব নেই জানিয়ে জাহিদ হাসান বলেন, ঈদে মুক্তি পাওয়া প্রতিটি সিনেমাই ইন্ডাস্ট্রির, কোনো একক নায়কের নয়। সব ছবিই ভালো ব্যবসা করুক, এটাই সবার প্রত্যাশা হওয়া উচিত।

দুই মাসের অভিনয় বিরতিতে জোভান সময় দেবেন পরিবারকে

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

ফারহান আহমেদ জোভান : ছবি-সংগৃহীত

বিশেষ দিবস কিংবা উৎসব মানেই ব্যস্ততা অভিনেতা ফারহান আহমেদ জোভানের জন্য। গেলো ভালোবাসা দিবস ও ঈদ উপলক্ষে একের পর এক কাজ করে সময় দিয়েছেন শুটিং সেটেই। তবে টানা কাজের কারণে পরিবার ও প্রিয়জনদের জন্য সময় বের করা সম্ভব হয়নি তার পক্ষে।

এই ব্যস্ততা সাময়িক বিরতি নিতে বাধ্য করেছে তাকে। তাই দুই মাসের জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন জোভান।

জোভান বলেন, ‘গত কয়েক মাস একের পর এক কাজ করেছি। এখন মনে হচ্ছে কিছুদিন পরিবার ও বন্ধুদের জন্য সময় দিতে হবে। বন্ধুবান্ধবেরও অভিযোগ, আমাকে পাওয়া যায় না। তাই এই বিরতি আমার জন্য দরকার।’

তবে দুই মাসের বিরতির পর কবে শুটিং ফ্লোরে ফিরবেন, তা এখনো চূড়ান্ত করেননি। জোভান জানিয়েছেন, কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কিছু গল্প নিয়ে আলোচনা চলছে। ভালো গল্প পেলে আগস্ট থেকে আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

গাজায় ক্যাফেতে ইসরায়েলি বিমান হা’মলা: ৪১ জন নি’হত

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

ফিলিস্তিনের গাজা সিটির বন্দর এলাকার একটি জনপ্রিয় ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪১ জন নিহত এবং অন্তত ৭৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩০ জুন) রাতে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক ড. মোহাম্মাদ আবু সিলমিয়া এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় ক্যাফেটিতে বিপুল সংখ্যক মানুষ অবস্থান করছিলেন, যাদের মধ্যে শিক্ষার্থী, সাংবাদিকসহ সাধারণ বেসামরিক নাগরিকও ছিলেন। নিহতদের মধ্যে ফ্রিল্যান্স সাংবাদিক ইসমাইল আবু হাতাব রয়েছেন বলে সাংবাদিকদের বরাতে জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এ হামলার বিষয়ে জানিয়েছে, এটি এখনো পর্যালোচনাধীন এবং হামলার আগে বেসামরিক হতাহত কমাতে আকাশপথে নজরদারি করা হয়েছিল। আইডিএফ দাবি করেছে, উত্তর গাজায় হামাসের বেশ কয়েকজন সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

তবে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে গাজায় এরইমধ্যে শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। আহতদের অনেকেই গুরুতর অবস্থায় আছেন এবং হাসপাতালগুলোতে বেড ও ওষুধের সংকট দেখা দিয়েছে।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধ এবং জরুরি মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছে।

সিএনএন-এর যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, হামলার পর ক্যাফে এলাকা বিধ্বস্ত অবস্থায় রয়েছে, চারপাশে ধোঁয়া উড়ছে এবং লাশগুলো স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

আল-বাক্বা নামের এই ক্যাফেটি গাজার শিক্ষার্থী, সাংবাদিক ও রিমোট কর্মীদের কাছে জনপ্রিয় ছিল—কারণ এটি ভূমধ্যসাগরের পাশে অবস্থিত এবং ইন্টারনেট সুবিধা ছিল সুবিধাজনক।

হামাস-নিয়ন্ত্রিত মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।

×