| ১ জুলাই ২০২৫
শিরোনাম:

কাঠালিয়া ছাত্রদল নেতা পারভেজ হত্যার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কাঠালিয়া ছাত্রদল নেতা পারভেজ হত্যার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কাঠালিয়া ছাত্রদল নেতা পারভেজ হত্যার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ এপ্রিল সোমবার দুপুরে সরকারি কাঠালিয়া ততফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম তুষার মুন্সী, ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তালাশ আকন, ও ৫নং শৌলজলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খালিদ মুন্সী।বক্তারা অবিলম্বে পারভেজ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সাইফের ওপর হা’মলার ভয়াবহতা এখনও তাড়া করে: কারিনা কাপুর

কাঠালিয়া ছাত্রদল নেতা পারভেজ হত্যার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কারিনা কাপুর : ছবি-সংগৃহীত

চলতি বছরের শুরুর দিকে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় পুরো বি-টাউন স্তব্ধ হয়ে গিয়েছিল। এক দুষ্কৃতকারী গভীর রাতে সাইফের বান্দ্রার বাসায় ঢুকে পড়ে। চুরির চেষ্টা ভেস্তে গেলে গৃহকর্তা সাইফকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সে। সেই ভয়াবহ রাতের স্মৃতি এখনও ভুলতে পারেননি সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাংবাদিক বারখা দত্তকে কারিনা বলেন, ‘সেই ঘটনার পর এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। বিশেষ করে প্রথম দুই-তিন মাস রাতে ঘুমাতেই পারতাম না। মনে হতো, আবার কিছু একটা ঘটে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতি কিছুটা ফিকে হয় ঠিকই, কিন্তু ভেতরে কোথাও সেই ভয় থেকেই যায়। যেন কাছ থেকে কারও মৃত্যু দেখেছি এমন অনুভূতি হয়।’

তবে ভয় পেয়েও সন্তানদের সামনে সেই আতঙ্ক প্রকাশ করতে চাননি কারিনা। তার ভাষায়, ‘ভয়ের মধ্যে থাকা যায় না। আর সেটা বাচ্চাদের ওপর চাপিয়ে দেওয়া একদমই ঠিক নয়। আমি একদিকে মা, অন্যদিকে স্ত্রী। সাইফের ওপর আক্রমণের পর পুরো পরিবারটাকে আগলে রাখতে হয়েছে। সাইফ সুস্থ আছে, এজন্য আমি কৃতজ্ঞ।’

কারিনা আরও বলেন, ‘এ ঘটনা আমার ছেলেদের মনেও প্রভাব ফেলেছে। এতদিন ওরা খুব সুরক্ষিত জীবন কাটিয়েছে, এখন জানে জীবন সবসময় নিরাপদ নয়। আমার ছোট ছেলে জেহ এখনো বলে, বাবা আয়রন ম্যান। ওর কিছুই হবে না। সত্যিই, আমাদের কাছে সাইফ আয়রন ম্যান।’

দীর্ঘ অনুপস্থিতি: পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

কাঠালিয়া ছাত্রদল নেতা পারভেজ হত্যার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে পড়ে দেশের পুলিশ প্রশাসনের শৃঙ্খলা। বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্বে থাকা অনেক পুলিশ কর্মকর্তা কর্মস্থলে যোগ দেওয়ার কিছুদিন পরই উধাও হয়ে যান। কেউ ছুটি নিয়ে গিয়েও ফেরেননি, কেউ আবার কোনো ছুটির আবেদন ছাড়াই অনুপস্থিত রয়েছেন মাসের পর মাস।

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মিনা, ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার ও অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) রহমতুল্লাহ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মিনা বর্তমানে সারদা পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি চাকরি বিধির ১২ ধারায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার, যিনি বর্তমানে রেঞ্জ পুলিশ বরিশালে সংযুক্ত, তিনি গত বছরের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একই কারণে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে শিল্প পুলিশে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার রহমতুল্লাহ চৌধুরী, যিনি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, তাকেও একই বিধিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সরকারি দায়িত্ব পালনে দীর্ঘ অনুপস্থিতি শৃঙ্খলাভঙ্গের শামিল হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

‘মেগাস্টার’ শব্দ নিয়ে আপত্তি জাহিদ হাসানের শাকিবকে শুধু অভিনেতা হিসেবেই দেখতে চান

কাঠালিয়া ছাত্রদল নেতা পারভেজ হত্যার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জাহিদ হাসান : ছবি-সংগৃহীত

ঢালিউডের রাজপথের শীর্ষ নায়ক শাকিব খান টানা ২৬ বছর ধরে উপহার দিয়ে যাচ্ছেন সুপারহিট সিনেমা। দেশ-বিদেশের অগণিত ভক্ত তাকে কখনো ‘কিং খান’, কখনো ‘সুপারস্টার’, আবার কখনো ‘নবাব’ উপাধি দিয়েছেন। সম্প্রতি শাকিবের নামের আগে ‘মেগাস্টার’ শব্দও যুক্ত হয়েছে, যা নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

গত ঈদে শাকিব খানের তাণ্ডব এবং জাহিদ হাসানের উৎসব একসঙ্গে মুক্তি পায়। প্রথমে শাকিবের সিনেমা এগিয়ে থাকলেও ধীরে ধীরে প্রেক্ষাগৃহে দর্শক টানছে জাহিদ হাসানের উৎসব। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে উৎসব–এর প্রদর্শনীও বেড়েছে।

শাকিবের ‘মেগাস্টার’ খেতাব নিয়ে জাহিদ হাসান বলেন, ‘শাকিব খান তো একজন অভিনেতা। আমাদের দেশে তাকে আলাদা করে বলা হয় “মেগাস্টার শাকিব খান”, আর অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন তাকে এই বিশেষ ট্যাগ দেওয়া হয়, বুঝি না। এটা শুনলে ভালো লাগে না।’

এ প্রসঙ্গে জাহিদ হাসান আরও বলেন, ‘শেক্‌সপিয়ারের একটা কথা আছে, কোনো কিছু হওয়া বড় কথা না, হয়ে থাকাটাই বড় কথা। ঈদে বড় হল সংখ্যা পাওয়াই মুখ্য নয়, সেগুলো ধরে রাখাই আসল। শাকিবের সিনেমা অনেক হলে মুক্তি পেলেও শেষ পর্যন্ত তা থাকছে না, এটা কিন্তু শিল্পীর জন্য অপমানজনক। বিনয়ী থাকাই ভালো।’

তবে শাকিব বা অন্য কোনো শিল্পীর প্রতি তার কোনো বিরূপ মনোভাব নেই জানিয়ে জাহিদ হাসান বলেন, ঈদে মুক্তি পাওয়া প্রতিটি সিনেমাই ইন্ডাস্ট্রির, কোনো একক নায়কের নয়। সব ছবিই ভালো ব্যবসা করুক, এটাই সবার প্রত্যাশা হওয়া উচিত।

×