| ২ জুলাই ২০২৫
শিরোনাম:

ভুট্টার হলুদ আভায় ঝলমল বালিয়াকান্দির কৃষকের উঠান

ভুট্টার হলুদ আভায় ঝলমল বালিয়াকান্দির কৃষকের উঠান

ভুট্টার হলুদ আভায় ঝলমল বালিয়াকান্দির কৃষকের উঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে বেড়েছে ভুট্টার আবাদ। পুরো বালিয়াকান্দি উপজেলায় এবার কয়েক জাতের ভুট্টা লাগিয়েছে চাষিরা। যেমন- পাঠান, মহাজাদু, রকেট,জমিদার, শাহিন শাহ,সহ অনেক জাতের ভুট্টার আবাদ করেছে কৃষক।

আবহাওয়া অনুকূল ঘাটতি থাকায়, ক্ষতির শিকার হতে হয়েছে কিছু কৃষকের ।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় গত বছর ২ শত কিছু বেশি হেক্টর জমিতে ভুট্টা হয়েছিল। গত বছরের চেয়ে এবার অতিরিক্ত ৩৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এই বছর আগের কয়েক বছরগুলোর তুলনায় বেশি ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকরা।

ভুট্টার হলুদ আভায় ঝলমল বালিয়াকান্দির কৃষকের উঠান

উপজেলার ইসলামপুর ইউনিয়নের কৃষক মোঃ ফেরদৌস মন্ডল, বিল্লাল হোসেন, আবুল কাশেম মন্ডল, ইছাহক আলী জানান, বিগত কয়েক বছরে ভুট্টা চাষ লাভজনক হওয়ায় এ বছর অনেক অঞ্চলের চাষিরা দিন দিন ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন। আমরা কেউ কেউ গত বছর পরীক্ষামুলক ভুট্টা চাষ করি। ১ পাখি, দেড় পাখি করে। তবে এই চাষ লাভবান হওয়ায় এবছরে ৫ পাখি ৭ পাখি ভুট্টা চাষ করেছি। আলহামদুলিল্লা অনেক ভালো ফলন পেয়েছি। এতে আমরা অনেক খুশি। এ ছাড়া মাঠে যেসকল জায়গা পরিত্যাক্ত পড়ে ছিলো সেসব জায়গাসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে ভুট্টা আবাদ হয়েছে।

উপজেলার নবাবপুর, জঙ্গল, জামালপুর, বহরপুর ইউনিয়নের ভুট্টা চাষিরা বলেন, আগে এই এলাকায় গম, কাউন,চীনা, ধান, মিষ্টি কুমড়া, হলুদ, মরিচ ও পাট চাষ বেশি হতো, কিন্তু এবার ভট্টা চাষ বেশি হওয়ার কারনে দামও কম।

বহরপুরের কৃষক মোঃ লালন সর্দার জানায়, ১ বিঘায় ভুট্টা তোলা পর্যন্ত ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়, এবং ভুট্টা বিক্রি হলে ৩৩ থেকে ৩৫ হাজার টাকা আসে প্রতি বিঘায়।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম জানায়, গত মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে ৩৫০ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষমাত্রা পূরণ করে এবছরে বালিয়াকান্দি উপজেলায ৩৫০ হেক্টর জমিতেই ভুট্টা আবাদ করা হয়েছে। কৃষকদের লাভ ও আগ্রহের কারণে এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানায়, এবছরে উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৮০ জন কৃষককে ভুট্টার প্রনোদনা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ভুট্টা চাষ করার জন্য ১ কেজি করে উন্নত জাতের ভুট্টার বীজ, ২০ কেজি করে ডিএপি মোট ১ হাজার ৬ শত কেজি ও এমওপি ১০ কেজি করে মোট ৮ শত কেজি প্রদান করা হয়েছে। ভুট্টা করার শুরু থেকে চার থেকে পাঁচবার পানি দিতে হয় এবং তিন থেকে চারবার সার দিতে হয়। কৃষক অনেক যত্ন সহকারে ভুট্টার আবাদ করায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় প্রান্তিক কৃষকের মুখে হাঁসির ঝিলিক দেখা দিয়েছে।

সবকিছু ভুলে ফের একসঙ্গে হিরো আলম ও রিয়ামনি

ভুট্টার হলুদ আভায় ঝলমল বালিয়াকান্দির কৃষকের উঠান

হিরো আলম : ছবি-সংগৃহীত

সব বিভেদ ও আইনি জটিলতা শেষে আবারও এক হলেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি। দীর্ঘদিনের বিরোধ ও বিচ্ছেদের নাটকীয়তার অবসান ঘটিয়ে ফের এক হওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে নিজের ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে সুখবরটি জানান রিয়ামনি। ছবিতে দেখা যায়, হিরো আলম ও রিয়ামনির সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিকুর রহমান খান। তাদের হাতে ছিল একটি স্ট্যাম্প, যা দিয়ে সব মামলা-মোকদ্দমার সমাপ্তির ইঙ্গিত মিলেছে।

ছবির ক্যাপশনে রিয়ামনি লিখেছেন, ‘সকল মামলার অবসান ঘটিয়ে একসাথে জীবন গড়ার সিদ্ধান্ত।’ এরপর অ্যাডভোকেট আতিকুর রহমানের নামও উল্লেখ করেন তিনি।

পোস্টটি প্রকাশের পর অনেকেই কমেন্টে অভিনন্দন জানিয়েছেন, অনেকে আবার কটাক্ষও করতে ভোলেননি। একই পোস্ট নিজের টাইমলাইনেও শেয়ার করেছেন হিরো আলম।

এর আগে হিরো আলম তার স্ত্রীর বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন। চলমান বিচ্ছেদ প্রক্রিয়ার মাঝেই সম্প্রতি হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। সেসময় রিয়ামনি বগুড়া থেকে তাকে ঢাকায় নিয়ে আসেন। এই ঘটনার পরই দুজনের মধ্যে দূরত্ব কমতে থাকে। অবশেষে সব জটিলতা মিটিয়ে আবারও সংসার জীবনে ফিরলেন আলোচিত এই দম্পতি।

আমিরাতে ৮০ হাজার বছরের পুরনো মানব সরঞ্জামের সন্ধান

ভুট্টার হলুদ আভায় ঝলমল বালিয়াকান্দির কৃষকের উঠান

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আমিরাতের জেবেল ফায়া এলাকায় প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন প্রায় ৮০ হাজার বছর আগের পাথরের তৈরি উন্নত সরঞ্জাম। এই আবিষ্কার আরব উপদ্বীপে প্রাচীন মানব ইতিহাসের প্রচলিত ধারণা পাল্টে দিয়েছে। গবেষকরা বলছেন, এই নিদর্শন প্রমাণ করছে হোমো স্যাপিয়েন্সরা এ অঞ্চলে শুধু পথচারী ছিল না, বরং দীর্ঘ সময় ধরে বসবাস করেছে ও উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে।

খনন কার্যক্রম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেবেল ফায়া এলাকায় মানুষের অবিচ্ছিন্ন উপস্থিতির প্রমাণ মিলেছে প্রায় ২ লাখ ১০ হাজার বছর আগ পর্যন্ত। পুরো গবেষণার ফলাফল চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক জার্নালে প্রকাশিত হয়।

এই আবিষ্কারের গুরুত্ব বিবেচনায় শারজাহর শাসক শেখ ড. সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি জেবেল ফায়া অঞ্চলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় যুক্ত করতে মনোনয়ন দিয়েছেন। ইউনেস্কোর ৪৭তম অধিবেশনে (জুলাই ২০২৫) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

প্রত্নতাত্ত্বিকরা বলছেন, জেবেল ফায়ার সরঞ্জামগুলো প্রাচীন মানুষের জটিল প্রযুক্তি ব্যবহারের প্রমাণ বহন করছে। ‘বিডাইরেকশন্যাল রিডাকশন’ পদ্ধতিতে তৈরি এসব হাতিয়ার মানুষের অভিযোজন, উদ্ভাবন ও সংস্কৃতির নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।

শারজাহ প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষের পরিচালক ঈসা ইউসুফ বলেন, ‘জেবেল ফায়ার আবিষ্কার দেখিয়ে দেয় অভিযোজন, উদ্ভাবন আর স্থিতিস্থাপকতাই মানুষের মূল শক্তি।’

এই আবিষ্কার শুধু আরব উপদ্বীপের নয়, বরং পুরো মানব ইতিহাসে নতুন অধ্যায়ের খাতা খুলছে।

হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি

ভুট্টার হলুদ আভায় ঝলমল বালিয়াকান্দির কৃষকের উঠান

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ জন বাংলাদেশি হাজি। বুধবার (২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস এ তথ্য জানিয়েছে।

ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৮ হাজার ১৮১ জন। হাজিদের দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স মিলিয়ে মোট ১৬৮টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮ হাজার ৪২৭ জন, সৌদি এয়ারলাইন্স ২৫ হাজার ৯৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে ফিরিয়ে এনেছে। ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

এ বছর হজ পালনে গিয়ে ৪২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতাই ছিল মৃত্যুর প্রধান কারণ।

এ বছরের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল, শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ৩১ মে এবং হজ পালিত হয় ৫ জুন।

×