| ২ জুলাই ২০২৫
শিরোনাম:

পাবনায় সদর উপজেলা জামায়াতের গণসংযোগ

পাবনায় সদর উপজেলা  জামায়াতের গণসংযোগ

পাবনায় সদর উপজেলা জামায়াতের গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের উদ্দোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

রবিবার ২০ এপ্রিল সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে দুবলিয়া বাজারে বিকাল ৫ টার সময় গণসংযোগ শুরু হয়।

উক্ত গণসংযোগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরার অন্যতম সদস্য আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পাবনা জেলা জামায়াতে নায়েব আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে তদারককারী মোঃ ফরিদ উদ্দিন।

এছারাও আরো উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে সভাপতি মাস্টার মোঃ ইসহাক আলী, সেক্রেটারি মোঃ মোকবুল হোসেন, জামায়াত নেতা মোঃ রতন আলী সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াত ও শিবিরের সর্বস্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এর আগে প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন বাদ আসর দুবলিয়া হাই স্কুল মাঠ খুদে ফুটবল খেলোয়ারদের মাঝে মত বিনিময় করেন। মতবিনিময় শেষে খেলোয়ারদের দুই টি বল কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন

পাবনায় সদর উপজেলা  জামায়াতের গণসংযোগ

আখতার হোসেন : ছবি-সংগৃহীত

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ আসনে দলের সদস্যসচিব আখতার হোসেনকে সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঘোষণার সময় নাহিদ ইসলাম বলেন, ‘আখতার হোসেনের নেতৃত্বেই পীরগাছা ও কাউনিয়াকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করা হবে।’

পথসভাটি সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এতে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেত্রী সামান্থা শারমিন ও জ্যেষ্ঠ নেতা তাসনিম জারা।

এ পদযাত্রায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

‘কানাগলি’ নিয়ে ফিরছেন নওশাবা অভাবে ১১ মাস কাজ নেই

পাবনায় সদর উপজেলা  জামায়াতের গণসংযোগ

কাজী নওশাবা আহমেদ : ছবি-সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ আবারও নতুন কাজ নিয়ে ফিরছেন দর্শকদের সামনে। আগামীকাল কাল বঙ্গ বিডিতে মুক্তি পাচ্ছে আহমেদ জিহাদ পরিচালিত ওটিটি সিরিজ ‘কানাগলি’। সিরিজটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নওশাবা।

দুই বছর আগে পরিচালক আহমেদ জিহাদের প্রস্তাবে এই চরিত্রে অভিনয় করতে রাজি হন নওশাবা। চরিত্রটি একদিকে নেগেটিভ আবার একসময় পজিটিভ হয়ে যায়—এই বিপরীতমুখী রূপই আগ্রহ জাগিয়েছিল তার মধ্যে। নওশাবা বলেন, ‘দুই বছর পর সিরিজটি আলোর মুখ দেখছে, এটা ভেবে ভালো লাগছে।’

তবে কাজের অভাবের কারণে বেশ হতাশ নওশাবা। শেষবার তিনি নুহাশ হুমায়ূনের ‘২ ষ’ সিরিজে কাজ করেছিলেন। এরপর কেটে গেছে ১১ মাস, কোনো নতুন শুটিংয়ের ডাক পাননি। নওশাবা বলেন, ‘আমি নিজেও জানতে চাই, আমাকে কেন ডাকা হচ্ছে না? আমার কাজগুলো কি চোখে পড়ে না? কেউ তো ভাবে না, একজন অভিনেতার টানা ১১ মাস কোনো কাজ না থাকলে তার অবস্থা কী হয়! এটা শিল্পী সমাজের বড় অসঙ্গতি।’

তবে তিনি থেমে নেই। শিল্পী সমাজের উন্নয়নে তিনি যুক্ত আছেন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট বোর্ড ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। নওশাবা জানান, শিল্পীদের জন্য কিছু করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ছাড়া তাঁর নাট্যদল ‘টুগেদার উই ক্যান’ ৮ আগস্ট নতুন নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। নাটকটিতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অভিনয়ের সুযোগ দিচ্ছেন নওশাবা। নাটকটি বাঙালির ইতিহাস ও সংগ্রামকে কেন্দ্র করে তৈরি হবে। তিনি বলেন, ‘কাজটা কঠিন হলেও আমি আনন্দের সঙ্গে করছি। এই মানুষগুলোর মুখে হাসি দেখতে চাই।’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবেও নিয়মিত ছবি দেখছেন তিনি। সম্প্রতি ‘সুপারম্যান’ ও ‘কারাতে কিড’ দেখেছেন। নতুন বাংলা ছবি না আসায় এখন ইংরেজি ছবি দেখেই দিন কাটছে তাঁর।

নতুন সিরিজ, নতুন উদ্যোগ আর শিল্পী সমাজের জন্য কাজ—সব মিলিয়ে নতুন উদ্যমে আবারও পর্দায় ফিরছেন নওশাবা আহমেদ।

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হা’মলায় জেরুজালেমে আতঙ্ক প্রতিশোধের হু’মকি ইসরায়েলের

পাবনায় সদর উপজেলা  জামায়াতের গণসংযোগ

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জেরে আবারও আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলে। মঙ্গলবার (১ জুলাই) জেরুজালেমে সতর্কতা সাইরেন বাজতে শুরু করলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে দেখা যায় সাধারণ মানুষকে। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ এবং টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে ছোড়া হয়েছিল এবং সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। তবে বেশিরভাগ হামলাই প্রতিহত করা হচ্ছে বলে দাবি আইডিএফের। এর জবাবে ইয়েমেনে একাধিক হামলাও চালিয়েছে ইসরায়েল।

এ হামলার পর হুতিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে, সেই হাত কেটে ফেলা হবে।’’ তিনি আরও জানান, গত মাসে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে ১২ দিনের অভিযান চালানো হয়েছিল। ইসরায়েলের ওপর আক্রমণ অব্যাহত থাকলে ইয়েমেনের ওপর নৌ ও বিমান অবরোধেরও হুমকি দেন তিনি।

×