সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১০ পরিবারকে আর্থিক সহায়তা

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধিঃ

গত বছরের জুলাই আগস্টে আওয়ামী সরকার বিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ১০ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ঝালকাঠি জেলা পরিষদ।রোববার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক (যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) আশরাফুর রহমান।
জেলার ৪ উপজেলার বাসিন্দা ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থী ও চাকরিজীবীসহ নিহত মোট ১০ জনের পরিবারকে দুই লাখ টাকা করে চেক তুলে দেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন হুমায়ুন কবির ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার।


প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ‘এ রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে থাকবে। নিহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে।’

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]