| ১১ আগস্ট ২০২৫
শিরোনাম:

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেনঃ হিলারি

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেনঃ হিলারি

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেনঃ হিলারি
এপ্রিল ১৮, ২০২৫ — বিশ্ববিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন-এর চলতি বছরের ‘টাইম ১০০: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তি’ তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তালিকাটিতে তার প্রোফাইল লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

হিলারি ক্লিনটনের মতে, বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একজন সত্যিকার নেতা গণতন্ত্র পুনরুদ্ধারে জাতির সামনে এগিয়ে এসেছেন, তিনি ড. মুহাম্মদ ইউনূস।

‘গণতন্ত্রের পথে জাতিকে নেতৃত্ব দিচ্ছেন ইউনূস’

মুখবন্ধে হিলারি লেখেন, “গত বছর ছাত্র-নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন—তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস।”

তিনি উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ইউনূস দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে দেশের লাখো প্রান্তিক নারীকে স্বনির্ভর করার পথ দেখিয়েছেন।

‘নারীদের মর্যাদা পুনরুদ্ধারে ইউনূস অগ্রণী ভূমিকা পালন করেছেন’

হিলারি ক্লিনটন বলেন, “ড. ইউনূস পিছিয়ে পড়া নারীদের তাদের ভাগ্য পরিবর্তন করতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করেছেন। তিনি এমন এক অর্থনৈতিক মডেল তৈরি করেছেন যা বিশ্বব্যাপী অনুকরণীয় হয়ে উঠেছে।”

তিনি জানান, তাঁর সঙ্গে ইউনূসের প্রথম দেখা হয় যুক্তরাষ্ট্রের আরকানসাসে, যখন ইউনূস সেখানে ক্ষুদ্রঋণ প্রকল্প চালু করতে সহায়তা করেছিলেন। এরপর বহু দেশে ভ্রমণের সময় ইউনূসের কাজের প্রভাব স্বচক্ষে দেখেছেন বলে জানান হিলারি।

২০২৪ সালে পাল্টে যায় বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট

হিলারির মন্তব্যের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিবেদনে তুলে ধরা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে এক বড় পরিবর্তন আসে। ছাত্রদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান।

পরদিন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। তিনি ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন এবং শুরু করেন একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের কার্যক্রম।

ইউনূসঃ প্রভাবশালী মুসলিম ও টাইম ১০০-তে তালিকাভুক্ত

২০২৪ সালেই ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় নাম লেখান। ২০২৫ সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির একজন হিসেবে স্বীকৃতি দেয়, যা বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়।

রাজউকের গত ১৫ বছরের সব কার্যক্রমে নিরীক্ষার নির্দেশ

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেনঃ হিলারি

গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সব আয়-ব্যয় ও কার্যক্রমের নিরীক্ষা করার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ, হস্তান্তরসহ যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব অন্তর্ভুক্ত থাকবে।

রবিবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে।

নিরীক্ষা কার্যক্রমের নির্দেশনা:

নিরীক্ষার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং তা অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

নিরীক্ষা টিম গঠন করে সদস্যদের নাম, পদবি ও যোগাযোগ নম্বর মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

রাজউককে প্রতিটি ধাপে অবহিত রাখতে হবে।

সর্বোচ্চ তিন মাসের মধ্যে নিরীক্ষা শেষ করতে হবে।

নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে।

এই পদক্ষেপের মাধ্যমে গত ১৫ বছরে রাজউকের কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়াই ৯ জনের

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেনঃ হিলারি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা আজ রবিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ও বিকেল— দুই শিফটে নেওয়া হবে এই পরীক্ষা, যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৯ জন শিক্ষার্থী।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন ৬ হাজার ৪২৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন ১০টি বিভাগে মোট ৭৫০টি আসনের জন্য।

 

আসন বিন্যাস:

বড় বিভাগসমূহ: সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং— প্রতিটি বিভাগে ১২০টি করে আসন, মোট ৬০০টি।

 

ছোট বিভাগসমূহ: আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং— প্রতিটি বিভাগে ৩০টি করে আসন, মোট ১৫০টি।

 

 

ভর্তি প্রক্রিয়ার অগ্রগতি:

আবেদন গ্রহণ শুরু হয় ২৮ মে এবং শেষ হয় ৩০ জুন। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ২৪ জুলাই, এরপর প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করেন।

 

পরীক্ষার কাঠামো ও সময়সূচি:

পরীক্ষা দুটি পত্রে (নন-টেক ও টেক) মোট ৩০০ নম্বরের হবে এবং আড়াই ঘণ্টায় (এমসিকিউ ও লিখিত) সম্পন্ন হবে।

 

পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ভবনে— পুরাতন একাডেমিক ভবন, সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবন এবং টেক্সটাইল ওয়ার্কশপ ভবন।

 

প্রথম শিফট (সকাল ৯:৩০ – দুপুর ১২:০০): সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার।

 

দ্বিতীয় শিফট (দুপুর ২:০০ – বিকেল ৪:৩০): ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং।

 

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে ভর্তি পরীক্ষা সম্পন্নের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঝিনাইদহ সীমান্তে আটক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেনঃ হিলারি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক রিয়াজ উদ্দীন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা ডা. দীপু মনির ভাগ্নে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় জনতা রিয়াজ উদ্দীনকে তিন দালালের সঙ্গে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন। আটক দালালরা হলেন—সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে মহেশপুরের দালালদের হাতে তুলে দেন।

শনিবার দুপুরে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে জেলেপোতা গ্রামের বাসিন্দারা তিন দালালের সঙ্গে রিয়াজ উদ্দীনকে দেখে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×