শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজবাড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাজবাড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাজবাড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের উত্তর পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত প্রধান সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে এবং দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী বানীবহ উত্তর পাড়া নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“বানীবহ ইউনিয়নবাসী” ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বানীবহ ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলী আকবর, উত্তর পাড়া নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম আনিছ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কামাল হোসেন।

বক্তারা বলেন, বানীবহ উত্তর পাড়া হাফিজিয়া মাদ্রাসা, আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, আননূর তাহফিজুল কোরআন মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, উত্তর পাড়া ও পশ্চিম পাড়ার দুইটি মসজিদ—সবই এই রাস্তার পাশে অবস্থিত। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির অবস্থা এখন অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়েছে। কাদা, গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এমনকি একজন মেয়ের বিয়েও এই রাস্তাঘাটের কারণে ভেঙে গেছে বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন এলাকাবাসী। তারা অবিলম্বে এই সড়কটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি সংস্কার করা হলে শুধু শিক্ষার্থী নয়, সাধারণ মানুষও উপকৃত হবেন এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবেন

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com