
ঝালকাঠিতে বাস খাদে পড়ে আহত ১৩ যাত্রী
ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে সাকুরা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। আহত হয়েছেন অন্তত ১৩ জন যাত্রী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে ইছানীল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার এসআই মো. আসাদুজ্জামান।
তিনি বলেন,ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসটিতে থাকা ১৩ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়।
এর আগে একই স্থানে গত শনিবার(১২এপ্রিল) ইটালি এক্সপ্রেস” নামে একটি বাস খাদে পড়েছিল
পাঠক সংখ্যাঃ ৮০