শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতার আত্নসমর্পণের পর কারাগারে প্রেরন

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধিঃ

ছাত্রলীগ নেতার আত্নসমর্পণ

ঝালকাঠিতে সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতার আত্নসমর্পণের পর কারাগারে প্রেরন

ছাত্রলীগ নেতার আত্নসমর্পণ
অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলনকে (৪২) করাগারে পাঠিয়েছেন আদালত। সৈয়দ হাদিসুর রহমান মিলন ওরফে সৈয়দ মিলন পৌর শহরের পূর্ব চাঁদকাঠি ইউসুফ আলী খান সড়কের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় ঝালকাঠি আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে তা নাকচ করে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করছেন ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন।
তিনি বলেন, “আদালত সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে সাজাপ্রদান করে ন্যায়বিচার নিশ্চিত করেছেন। আজ হাদিসুর রহমান আদালতে হাজির হয়ে জামিন চান। বিচারক আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
এর আগে ২০২০ সালে ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকায় মিলনের মালিকানাধীন ফ্ল্যাট থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করে পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ জানুয়ারি রাত দেড়টায় ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন সৈয়দ টাওয়ারের তৃতীয় তলার ফ্ল্যাটে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রান্না ঘরের তাক থেকে একটি দেশীয় তৈরি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করে। ঘটনার পরের দিন ১৬ জানুয়ারি ঝালকাঠি সদর থানার উপ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অস্ত্র আইনে হাদিসুর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান একই বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ৮জন স্বাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে গত ১৮ মার্চ বিকেলে ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। একইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশলী পিপি মাহেব হোসেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মল্লিক নাসির উদ্দীন কবীর।
আসামি পক্ষের আইনজীবী মল্লিক নাসির উদ্দীন কবীর বলেন, “আসামির অনুপস্থিতিতে মামলার রায় দেওয়া হয়েছে। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com