বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ষবরণ উদযাপনে মুখর হয়ে উঠেছে পুরো দেশ ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫

আবাসন নিউজ ২৪ অনলাইন নিউজ ডেস্ক

বর্ষবরণ উদযাপনে মুখর হয়ে উঠেছে পুরো দেশ ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫


বর্ষবরণ উদযাপনে মুখর হয়ে উঠেছে পুরো দেশ
ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫:

পহেলা বৈশাখ উপলক্ষে আজ সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে হাজারো মানুষ জমায়েত হয় রাস্তায়, পরনে ছিল রঙিন পোশাক, হাতে নানা প্রতীকী মুখোশ ও শিল্পকর্ম।

বর্ষবরণ উদযাপনে মুখর হয়ে উঠেছে পুরো দেশ ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫:

 

 

 

 

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা সকাল ৯টায় রমনা বটমূল থেকে শুরু হয়। এবারের থিম ছিল “শুভ শক্তির জয়”। বিশালাকার ঘোড়া, হাঁস, পাখি, রাক্ষস ও গ্রামীণ জীবনের নানা প্রতিকৃতি বহন করে এগিয়ে যায় শোভাযাত্রা। অংশগ্রহণকারী নারী-পুরুষ ও শিশুরা সবাই মিলেই তৈরি করে এক আনন্দঘন পরিবেশ।

শোভাযাত্রায় অংশ নেন শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, শিশু-কিশোর ও নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রার পুরো পথজুড়ে ছিল নিরাপত্তার কঠোর বেষ্টনী। উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করে।

শোভাযাত্রার পাশাপাশি চারুকলার সামনে ও রমনার আশপাশে অনুষ্ঠিত হয় লোকজ সংস্কৃতির নানা আয়োজন। ঢাক-ঢোল, বাঁশি ও পাখির কলতানে মুখর ছিল চারদিক।

মঙ্গল শোভাযাত্রাটি ইউনেস্কো কর্তৃক “মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য” হিসেবে স্বীকৃত, যা বাঙালির অহংকার ও সংস্কৃতির অনন্য পরিচায়ক। নতুন বছর বরণে এই আয়োজন প্রমাণ করে, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।


 

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]