
বাংলাদেশ-ভারত সীমান্তের অধিকাংশ স্থানে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেও একটি স্থানের পরিস্থিতি সম্পূর্ণই বিপরীত। সেখানে উভয় দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ে উঠেছে। মূলত একটি মসজিদকে কেন্দ্র করেই তাদের মাঝে সম্প্রীতির এ বন্ধন।
ভারত ও বাংলাদেশের মানুষের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সেতুবন্ধন হয়ে ব্রিটিশ আমল থেকে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদ। ২০০ বছর ধরে এই মসজিদটি দুই বাংলার মানুষের মধ্যে সেতুবন্ধনের অনন্য প্রতীক। মসজিদটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্তে অবস্থিত।

‘দুই বাংলার এক মসজিদ’ নামে পরিচিত এই মসজিদটির বর্তমান অবস্থা জরাজীর্ণ। বাংলাদেশ ও ভারত সীমানার আন্তর্জাতিক মেইন পিলার ৯৭৮-এর সাব পিলার ৯ এসের পাশে এই মসজিদের অবস্থান।
এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ঝাকুয়াটারী গ্রাম, দক্ষিণে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রাম