
মাদক কারবারি ইয়াবাসহ গ্রেফতার
মানিকগঞ্জে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার সেওতা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জেলার সাটুরিয়া উপজেলার আকাশী এলাকার বাসিন্দা এ্যাড. কামরুল ইসলাম প্রকাশ খোকনের স্ত্রী সুলতানা বেগম (৩২) এবং দৌলতপুর উপজেলার কাকরাইদ এলাকার(বর্তমানে সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকা থাকেন) মৃত আয়নাল বেপারীর ছেলে জিয়াউর রহমান (৪২)।
ডিবি সূত্রে জানা গেছে, সেওতা এলাকার সোরহাব আলী মণ্ডলের মালিকানাধীন একটি বহুতল ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিলেন সুলতানা বেগম। ওই বাসাকে কেন্দ্র করেই তিনি ও তার সহযোগী জিয়াউর রহমান মাদক কারবার চালিয়ে আসছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং তাদের গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

মানিকগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
আরও পড়ুনঃ আন্দোলনের প্রস্তুতি? গোপনে ঢাকামুখী হচ্ছেন আওয়ামী নেতাকর্মীরা