| ৩১ জুলাই ২০২৫
শিরোনাম:

জুমার দিনঃ ফজিলত ও আমল 

জুমার দিনঃ ফজিলত ও আমল 

জুমার দিন ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনটি ‘সপ্তাহের ঈদ’ হিসেবেও বিবেচিত। হাদীস ও কুরআনে এই দিনের বিশেষ মর্যাদা ও কিছু আমল সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে।

 

জুমার দিনের ফজিলত

 

১. সপ্তাহের শ্রেষ্ঠ দিন

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন।”

(মুসলিম: ৮৫৪)

 

২. আদম (আ.)-এর সৃষ্টি ও জান্নাতে প্রবেশের দিন

তিনি আরও বলেন:

“এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছিল, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়।”

(মুসলিম: ৮৫৪)

 

৩. দোয়া কবুলের বিশেষ সময়

জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যখন বান্দা আল্লাহর কাছে যেটাই চায়, আল্লাহ তা কবুল করেন।

রাসূল (সা.) বলেন:

“জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলিম বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কোনো ভালো কিছু চাইলে, নিশ্চয়ই তিনি তা তাকে দান করেন।”

(বুখারী: ৯৩৫, মুসলিম: ৮৫২)

 

 

 

জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল

 

১. গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা

হাদীসে আছে, জুমার দিনে গোসল করা, ভালোভাবে পরিষ্কার হওয়া ও সুন্দর কাপড় পরিধান করা সুন্নত।

(বুখারী: ৮৮০)

 

২. সুবাস ব্যবহার করা

রাসূল (সা.) জুমার দিন আতর বা সুগন্ধি ব্যবহার করতেন।

(বুখারী: ৮৮৭)

 

৩. জুমার নামাজ আদায় করা ও খুতবা শ্রবণ করা

জুমার নামাজ ফরজ (পুরুষদের জন্য)। খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে, কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ।

(মুসলিম: ৮৫৭)

 

৪. সূরা কাহফ পড়া

রাসূল (সা.) বলেছেন:

“যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে নূর জ্বলে।”

(হাকিম: ৩৪০৯)

 

৫. দুরুদ শরীফ অধিক পরিমাণে পাঠ করা

রাসূল (সা.) বলেন:

“তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দুরুদ পাঠ করো।”

(আবু দাউদ: ১৫৩১)

 

৬. অধিক দোয়া ও ইস্তেগফার

এ দিন দোয়া কবুলের সময় থাকে, তাই বেশি বেশি দোয়া করা ও ক্ষমা প্রার্থনা করা উচিত।

 

অতিরিক্ত করণীয় (সুন্নত ও মুস্তাহাব)

 

সুন্দর কাপড় পরা

 

মসজিদে আগেভাগে যাওয়া

 

ক্বব্লার দিকে মনোযোগ দিয়ে বসা

খুতবার সময় একদম চুপ থাকা

 

নফল ইবাদত, যেমন—তাহলীল, তাসবিহ, ইস্তেগফার ইত্যাদি

আরও পড়ুনঃ আন্দোলনের প্রস্তুতি? গোপনে ঢাকামুখী হচ্ছেন আওয়ামী নেতাকর্মীরা

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে একটি একনলা ব’ন্দু’ক ও তাজা কার্তুজ উদ্ধার

জুমার দিনঃ ফজিলত ও আমল 

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাউন্দে নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক।

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(৩০ জুলাই) বিকাল ৪টার দিকে কোস্টগার্ড পশ্চিমজোন কৈখালীর একটি আভিযানিক দল শ্যামনগর উপজেলার মাউন্দে নদী সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একজন সন্দেহ ভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আভিযানিক দল আত্নসমপর্ণের আহব্বানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পালানো সময় ঐ ব্যক্তি সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় সুন্দরবনের মধ্যে।

পরবর্তীতে ব্যাগটি তল্লাসি করে একটি একনলা ব্যক্তি ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক আরও জানান দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ছবি- বাংলাদেশ কোস্টগার্ড কৈখালীর অভিযানে উদ্ধারকৃত বন্ধুক ও তাজা কার্তুজ।

উপকূলীয় শ্যামনগরে মা ও শিশুর মৃ’ত্যু ঝুঁকি কমাতে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প

জুমার দিনঃ ফজিলত ও আমল 

মা ও শিশুর মুত্যু ঝুঁকি কমাতে উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ফ্রেন্ডশিপের আয়োজনে গর্ভবতী মায়েদের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার(২৮ জুলাই) উপজেলার সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান ডাঃ নাহিদ নজরুল।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন উপকূলীয় এলাকায় মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন।

ক্যাম্পের চিকিৎসক হিসাবে চিকিৎসাসেবা প্রদান করেন ফ্রেন্ডশিপ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ মাহফুজা আলম এবং আল্ট্রাসনোলজিস্ট ও শিশু রোগি অভিজ্ঞ ডাঃ শাহরিয়ার হাসান।

উপজেলার বিভিন্ন এলাকার গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, আল্ট্রাসাউন্ড পরীক্ষা ও ব্যাবস্থাপত্র প্রদান করা হয়।

জানা যায় ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন পরবর্তী হাসপাতাল চত্তরে বৃক্ষ রোপন কার্যক্রম করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসকবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ জানান বিভিন্ন সময়ে এই হাসপাতালে এলাকার মানুষের চিকিৎসাসেবা পেতে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প, বিশেষ অপারেশন ক্যাম্প পরিচালনা করা হয়।

ছবি- শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী বক্তব্য রাখছেন হাসপাতাল প্রধান ডাঃ নাহিদ নজরুল।

আগামী ৫-৬ দিন গুরুত্বপূর্ণ তবে নির্বাচন পিছিয়ে যাবে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জুমার দিনঃ ফজিলত ও আমল 

আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, “আগামী পাঁচ-ছয় দিনে বোঝা যাবে দেশ কোন পথে এগোচ্ছে। তবে নিশ্চিতভাবে বলা যায়, নির্বাচন পিছিয়ে যাবে না।”

তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে দৃঢ় অবস্থানে রয়েছেন, এবং জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকবে না। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সরকার নিয়ে আরও বক্তব্য: শফিকুল আলম বলেন, বর্তমান সরকার একটি ক্ষতিগ্রস্ত পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, সেখান থেকে উত্তরণে আন্তঃসরকারের পারফরম্যান্স ইতিবাচক।

চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, “সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রমাণ পাওয়া গেলে, যে–ই হোক না কেন, ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের রাজনৈতিক দলগুলোর অর্থ সংগ্রহ পদ্ধতিতে স্বচ্ছতা নেই, যা অত্যন্ত দুঃখজনক।

×