মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হাসাইল মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৪০ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জ (টঙ্গীবাড়ী ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল মৎস্য আড়তে অভিযান চালিয়ে পরত্যক্ত অবস্থায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত জাটকা ইলিশ হাসাইল মাদ্রাসায় বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে বুধবার সকাল ৭ টায় হাসাইল মাছ ঘাটে এই অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন টঙ্গীবাড়ী থানা পুলিশ।

মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা বলেন, ইলিশ রক্ষার্থে আমরা দিঘিরপাড় ও হাসাইল মৎস্য আড়ৎ ছাড়াও বিভিন্ন বাজারে খোজ খবর নিচ্ছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com