শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে অপহৃত দুজন কে ৩ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া

মোহাম্মদ ইউনুছ অভি কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে অপহৃত দুজন কে ৩ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে অপহৃত দুইজনকে ৩ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) এমন তথ্য জানিয়েছেন বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।

তিনি জানান, স্বজনরা নানা মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ প্রদানের পর সোমবার মধ্যরাতে হ্নীলা পাহাড়ে দুইজনকে ছেড়ে দেয়া হয়। এরা এখন চিকিৎসাধীন রয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার বাহারছড়া মারিশবনিয়া বসতবাড়ি থেকে দুজন অপহরণের শিকার হন।

টেকনাফে অপহৃত দুজন কে ৩ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া

অপহরণের শিকার দুজন হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার বাসিন্দার নুর কামাল (৫০) ও রঙ্গিখালী এলাকার বাসিন্দার নুর হোসেনের ছেলে বেলাল উদ্দিন (১৮)।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, অপহরণের পর পুলিশের ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে। মুক্তিপণ প্রদানের পরটি স্বজনরা কিছুই পুলিশকে জানাননি। দুইজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত ১৫ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪৪ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ পাবনায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com