| ৭ আগস্ট ২০২৫
শিরোনাম:

বালিয়াকান্দির ঐতিহ্যবাহী বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বালিয়াকান্দির ঐতিহ্যবাহী বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি উপজেলার, বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বহরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী পঙ্কজ কুমার ভৌমিকের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার, সজল কুমার সোম, বিদ্যালযের সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম গাজী, সাহেব আলী, পারুল পারভীন, স্বপন কুমার দাস, চিত্তরঞ্জন সাহা, রহমত আলী, নেদারল্যান্ড প্রবাসী কামাল হোসেন, কৃষ্ণা রানী, আবুল কালাম আজাদ, ইউনুচ আলী খান, মোঃ মঞ্জুরুল ইসলাম, আবুল কালাম আজাদ বকুল, রুবেল মাহমুদ সুমন, সমীর কান্তি বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হক শিপন বলেন, বিদ্যালয়ে নির্বাচিত পরিচালনা কমিটি না থাকায় আমি অন্তর্বতিকালীন সভাপতির দায়িত্বে রয়েছি। আমি এই প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যালয়টিকে সুন্দর একটি পরিবেশে দেখতে চাই। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনেকেই অনেক বিভাগে কর্মরত রয়েছেন। যে যে দপ্তরে আছেন সেখান থেকে বিদ্যালয় উন্নয়নকপ্লে এগিয়ে আসবেন বলে আশা করি।

শিক্ষকগণ তাদের বক্তব্যে বলেন, বহরপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিবছর অনেক আয় হয় শুনেছি। কিন্তু কত আয় হয় জানি না। সাবেক প্রধান শিক্ষক তার মত করে চলতেন। আয় ব্যয়ের হিসাব ঠিকমত দিতেন না। শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের ১০ লাখ ৭০ হাজার টাকার কোন হদিস নেই। তবে পূণরায় বর্তমান সভাপতি মহোদয় আমাদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করে দিয়েছেন। একটি তথ্য মতে জানা যায়, প্রভিডেন্ট ফান্ডের টাকার ব্যাংক হিসাব তিনজন শিক্ষকের নামে ছিল। সেখান থেকে তারাই এই টাকা উত্তোলন করে খরচ করেছেন। এরমধ্যে শিক্ষকগণ এই টাকার জন্য প্রধান শিক্ষককে নোটিশ করেছেন। প্রধান শিক্ষক নোটিশ করেছেন সাবেক সভাপতিকে। যদিও বিষয়টি সকলেরই জানা।

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে বহরপুর উচ্চ বিদ্যালয়ের গুটিকয়েক শিক্ষক ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে ফরমপুরনের টাকার সাথে কোচিং এর নামে অতিরিক্ত অর্থ আদায় করেন। যা বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত টাকা ফেরৎ দেওয়ার নির্দেশ দেন। অথচ শিক্ষকগণ অদ্যাবধি তা ফেরত দেন নাই। বরং অকপটে এই টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ২ হাজার করে টাকা নিয়ে কচিং করিয়েছি। টাকা নেওয়ার আগে ও পরে অভিভাবকদের নিকট থেকে অঙ্গিকারনামা নিয়েছি যেন তারা কোন অভিযোগ করতে না পারে।

১৯৩৩ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

মালয়েশিয়ায় পারমিটের অপব্যবহার: আটক ৩০৬ বাংলাদেশি

বালিয়াকান্দির ঐতিহ্যবাহী বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মালয়েশিয়ায় আবারও বড়সড় অভিযানে ধরা পড়ল পারমিট জালিয়াতি ও অপব্যবহারের চিত্র। বুধবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বুকিত মের্তাজামের সিম্পাং আমপাট এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে ৩০৬ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, সমন্বিত এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩০৭ জনকে বিভিন্ন অপরাধের কারণে আটক করা হয়েছে, যার মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি। আটককৃতদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

তিনি জানান, অভিযানে পারমিট সেক্টরের অপব্যবহার, অনুমোদনহীন স্থানে কাজ করা, মেয়াদোত্তীর্ণ পারমিট থাকা এবং বৈধ ভ্রমণ নথি না থাকার মতো একাধিক অপরাধ ধরা পড়েছে। উদাহরণস্বরূপ, অনেক শ্রমিকের পরিষ্কার-পরিচ্ছন্নতা সেক্টরের পারমিট থাকলেও তারা কারখানায় কাজ করছিলেন।

অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি) অংশ নেয়। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিকটবর্তী জাওয়ি ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

অভিযানের সময় আটক এক বাংলাদেশি জানান, তিনি ২০২৩ সালে মালয়েশিয়ায় এসেছেন একজন এজেন্টের মাধ্যমে। এজন্য তাকে প্রায় ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার লাখ) দিতে হয়েছে।

দাতুক জাকারিয়া সতর্ক করে বলেন, মালয়েশিয়ায় কেউ পারমিটের অপব্যবহার করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবন থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে লোকালয় থেকে হরিণ উদ্ধার

বালিয়াকান্দির ঐতিহ্যবাহী বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছবি- শ্যামনগরে লোকালয় থেকে উদ্ধারকৃত হরিণ শাবক।

শ্যামনগর উপজেলায় সুন্দরবন থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে লোকালয়ে এক ব্যক্তির পুকুর থেকে জীবিত একটি হরিণ শাবক উদ্ধার করেছেন সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের ফরেষ্টারবৃন্দ।

বুধবার (৬ আগষ্ট) সকালে শ্যামনগর উপজেলার তালবাড়িয়া গ্রাম থেকে গ্রামবাসির সহায়তায় মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ফরেষ্টারবৃন্দ হরিণটি উদ্ধার ও অবমুক্ত করেন।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল কুমার মন্ডল জানান,গ্রামবাসির মাধ্যমে জানতে পারেন একটি জীবিত হরিণ শাবক পুকুরে ভাসতে দেখে তারা উদ্ধার করেছেন। তৎক্ষনাৎ কয়েকজন ফরেষ্টার সহ ঘটনাস্থলে হাজির হয়ে হরিণটি লোকালয় থেকে এনে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রামবাসীর উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি জানান উদ্ধারকৃত হরিণটির বয়স অনুমান দুই বছর। এটি ছিল মেয়ে হরিণ।

তালবাড়ীয়া গ্রামের বাসিন্দা মননজয় মন্ডল বলেন সকালে তারা হরিণটিকে একটি পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে বনবিভাগকে সংবাদ দেওয়া হলে বনবিভাগ কর্মকর্তাবৃন্দ হরিণটিকে নিয়ে সুন্দরবনে অবমুক্ত করেন।

পটুয়াখালী ভার্সিটির, রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ এর মনোনয়ন।

বালিয়াকান্দির ঐতিহ্যবাহী বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদকে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ১৮(১)(এ) ধারা অনুযায়ী, ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫৩তম সভার সুপারিশক্রমে, ভাইস-চ্যান্সেলরের ক্ষমতাবলে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমানের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পদে ৪ আগস্ট ২০২৫ থেকে আগামী তিন বছরের জন্য অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদকে রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স বিভাগে অধ্যাপনা করছেন।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক পএের মাধ্যমে এ নিয়োগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। নবনিযুক্ত রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ বলেন, পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গঠনমূলক অবদান রাখতে পারব। শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে সর্বাত্মক চেষ্টা করব এবং এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।

এ উপলক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ একজন মেধাবী, অভিজ্ঞ ও নিষ্ঠাবান শিক্ষক। তাঁর একাডেমিক দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতা রিজেন্ট বোর্ডের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা আশা করি, তাঁর যোগদান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার জন্য আরও উন্নত পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।

পবিপ্রবি পরিবার নবনিযুক্ত রিজেন্ট বোর্ড সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছে।

×