| ১০ আগস্ট ২০২৫
শিরোনাম:

সাটুরিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, পালিয়ে গেলেন প্রেমিক

সাটুরিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, পালিয়ে গেলেন প্রেমিক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাধীন বরাইদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সোমবার দুপুরে ঈদের দিনে বিয়ের দাবি তরুনী বাড়িতে অনশন করে।

আবাসন নিউজ টুয়েন্টি ফোর.কম এর তথ্য অনুসন্ধানে ও ভুক্তভোগী জানায় বরাইদ এলাকার জসিম উদ্দিন (জসুর) ছেলে আলামিন সাথে একই এলাকার তরুনী (২৩) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার ধারাবাহিকতায় আলামিন বিয়ের মিথ্যা প্রলোভন দেখে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে রাত্রি যাপন করে ।

সেই প্রেক্ষীতে ঈদের দিন ভুক্তভোগী বিয়ের দাবিতে আলামিনের বাড়িতে উঠে। আলামিনের মা বাবা ছেলের বউ মানতে অস্বীকার করে। ভুক্তভোগীকে বেধম মারধর করে,বাড়ি থেকে তাড়িয়ে একাধিকবার দেওয়া চেষ্টা করে। ভুক্তভোগীর ডাক চিৎকারে স্হানীয় এলাকাবাসী এগিয়ে আসলে প্রেমিক আলামিন বাড়ি থেকে উধাও হয়ে যায় । তরুনী অনশন অব্যাহত রাখে।

ভুক্তভোগী দুইদিন অনশন করে,পরে মুমূর্ষ অবস্থায় স্হানীয় এলাকাবাসী ও পরিবারের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য সাটুরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সাটুরিয়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, জানান বিয়ের দাবি তরুণীর অনশনের বিষয়টি স্হানীয় এলাকাবাসী জানিয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসা ও আইনের আশ্রয় নেওয়ার নেওয়া পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই জানান বিয়ের দাবিতে এক তরুণী জসিমের বাড়িতে অনশন করছে। ভুক্তভোগী পরিবার কে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি। এ সময় তিনি ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি জানান।

স্হানীয় ৪ নং ওয়ার্ড মেম্বার মো: রমজান জানান ঘটনার পরে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মিমাংসার উদ্দেশ্যে কয়েকবার বসা হয়েছিল। ছেলের পক্ষ থেকে সময় নিয়ে তারা আর দেখা করেনি। পরবর্তীতে শুনি ছেলে বাড়ি থেকে সিং খুদে বাড়ি থেকে পালিছে।

এ বিষয়ে তরুণীর বাবার কাছে জানতে চাইলে তিনি আবাসননিউজটুয়েন্টিফোর.কম কে জানান সাটুরিয়ার থানায় লিখিত অভিযোগ/মামলা করার প্রস্তুতি চলছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহিনুল ইসলাম জানান এ বিষয়ে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মোটা অংকের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া জন্য এলাকার একটি চক্র পাইতারা চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিচারের আশায় ধারে ধারে ঘুরছে।

ঘটনার পর থেকে স্হানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হচ্ছে । এ বিষয়ে স্হানীয় এলাকাবাসী ভুক্তভোগী ও তার পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে

ঝিনাইদহ সীমান্তে আটক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন

সাটুরিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, পালিয়ে গেলেন প্রেমিক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক রিয়াজ উদ্দীন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা ডা. দীপু মনির ভাগ্নে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় জনতা রিয়াজ উদ্দীনকে তিন দালালের সঙ্গে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন। আটক দালালরা হলেন—সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে মহেশপুরের দালালদের হাতে তুলে দেন।

শনিবার দুপুরে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে জেলেপোতা গ্রামের বাসিন্দারা তিন দালালের সঙ্গে রিয়াজ উদ্দীনকে দেখে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবের মানববন্ধন

সাটুরিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, পালিয়ে গেলেন প্রেমিক

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে ও গাজী আল ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, রিপোর্টাস ক্লাবের আহবায়ক জি এম খলিলুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, সিনিয়র সাংবাদিক প্রকৌশলী আফজালুর রহমান, হুসাইন বিন আফতাব সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ভিডিও ধারণের অপরাধে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ‌।

শ্যামনগরের সাংবাদিক সমাজ চাঁদাবাজি, দূর্নীতি ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

মানববন্ধনে শ্যামনগরের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পাতার বিড়ি ও ক্যান্সারের ওষুধ সহ অন্যান্য মালামাল আটক

সাটুরিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, পালিয়ে গেলেন প্রেমিক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার ভারতীয় পাতা বিড়ি ও ক্যান্সারের ওষুধসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) গভীর রাত থেকে ভোরের দিকে উপজেলার পশ্চিম সুন্দরবনের খাল এলাকায় কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইফতেখারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা ১৫ বস্তা মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ক্যান্সারের ওষুধের মধ্যে রয়েছে, KI Malam , B-Tex , Deferasirox , Baat Ki Dawa , Meltiioxsalen এবং Valgan ।

এছাড়া জব্দকৃত অবৈধ ভারতীয় পাতা বিড়ির মধ্যে রয়েছে,বিড়ি ৬৬ হাজার ৪০০ পিস, বাপ্পা বিড়ি ১০ লাখ পিস এবং চাচা বিড়ি ১ লাখ ৩৪ হাজার পিস। মোট ১২ লাখ ৮০০ পিস বিড়ি উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষাধিক টাকা।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কৈখালী গ্রামের আজিজুল হক (৩৮), ভেটখালী গ্রামের আশরাফ হোসেন (২৮), বোষখালী গ্রামের সোবহান মোল্লা (৪০) এবং কৈখালী গ্রামের মোঃ দেলোয়ার (৪৮)।

অভিযান শেষে আটককৃত আসামি ও জব্দ মালামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

×