
অস্ট্রেলিয়া পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল শনিবার (২৯ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, সিডনি এবং পার্থে ২৯তম রজানে ঈদের চাঁদ দেখা যাবে না, ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ঈদ উদযাপন হবে ৩১ মার্চ।

বিবৃতিতে তারা জানায়, স্থানীয় এবং বৈশ্বিক পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা শেষে অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে যে, সিডনিতে ২৯ মার্চ সূর্যাস্তের পর রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়ালের নতুন চাঁদের জন্ম হবে, এবং পার্থে একই দিনে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। যেহেতু দুটি শহরেই সূর্যাস্তের পর চাঁদের জন্ম হবে, তাই ৩০ মার্চ হবে ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের শেষদিন। আর ঈদ উদযাপন হবে ৩১ মার্চ, সোমবার।
পাঠক সংখ্যাঃ ৩২৩