
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ঈদ-উল -ফিতর উপলক্ষে জেলা প্রশাসকের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় এ সহায়তার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম এ সময় তিনি ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে দুই হাজার টাকার চেক তুলে দেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক জেলা গাজী টিভি প্রতিনিধি ও কাঠালিয়া উপজেলা যুগান্তর প্রতিনিধি মো: শহীদুল আলম, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি ঝালকাঠি জেলা বাংলা ভিশন প্রতিনিধি মো: মাসউদুল আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিবন্ধী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা দেশের সম্পদ। আমরা সবসময় তাদের পাশে থাকব