মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঠালিয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তার চেক বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি : সজল

কাঠালিয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তার চেক বিতরণ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ঈদ-উল -ফিতর উপলক্ষে জেলা প্রশাসকের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় এ সহায়তার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম এ সময় তিনি ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে দুই হাজার টাকার চেক তুলে দেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক জেলা গাজী টিভি প্রতিনিধি ও কাঠালিয়া উপজেলা যুগান্তর প্রতিনিধি মো: শহীদুল আলম, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি ঝালকাঠি জেলা বাংলা ভিশন প্রতিনিধি মো: মাসউদুল আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিবন্ধী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা দেশের সম্পদ। আমরা সবসময় তাদের পাশে থাকব

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com