
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার অর্থ দেশের বিশাল জনগোষ্ঠীকে বঞ্চিত করা। আমাদের বাইরে রেখে যদি নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়, তাহলে সেই নির্বাচন কখনোই দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে না।”
শনিবার (২২ মার্চ) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, “জাতীয় পার্টিকে ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে, দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। কিন্তু যেখানে আমাদের বাধা দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। যে কোনো ধরনের ষড়যন্ত্রের মোকাবিলা করতে আমরা প্রস্তুত।”

তিনি আরও বলেন, “আমাকে গ্রেপ্তারের গুঞ্জন ছড়ানো হচ্ছে। শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিয়েছেন রংপুরে থাকার জন্য, কারণ ঢাকায় থাকলে আমাকে গ্রেপ্তারের চেষ্টা হতে পারে। তবে আমি কোনো ভয় পাই না, কারণ আমি জনগণের জন্য রাজনীতি করি। কোনো গ্রেপ্তার বা নির্যাতন আমাকে জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে সরিয়ে রাখতে পারবে না।”
এর আগে ইফতার মাহফিলে যোগ দিতে এলে হাজারো নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।