
শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর ইউপির বংশীপুর বাজারে মৎস্য অধিদপ্তর ও এফএও এর যৌথ প্রকল্পে নির্মিত হচ্ছে চিংড়ীপোনা বিক্রয় মার্কেট।
অনুমান ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ইতিমধ্যে মার্কেটের কয়েকটি লম্বা শেট নির্মান কাজ ও পানির ট্যাংকি স্থাপন সহ অন্যান্য কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, মৎস্য অধিদপ্তর ও কৃষি সংস্থা এফএও যৌথ কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিচ এন্ড এ্যাকোয়াকালচার ডেভলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ২০২৫ সালের ফেব্রুয়ারী মাস থেকে বংশীপুর চিংড়ীপোনা বিক্রয় মার্কেট নির্মান কাজ শুরু হয়েছে এবং এটি চলতি মাসে শেষ হবে ।

উল্লেখ্য যে, চিংড়ীপোনা বিক্রয় মার্কেট নির্মানের আগে বংশীপুর চিংড়ীপোনা ব্যবসায়ীরা বংশীপুর গাছের নিচে অথবা কাপড় টানিয়ে ব্যবসা পরিচালনা করতেন। পোনা বিক্রয় মৌসুমে সারাদিনে কোটি টাকার পোনা ক্রয়বিক্রয় হয় বলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান। এখানে ১৭ থেকে ১৮ জন পোনা ব্যবসায়ী রয়েছে। চিংড়ীপোনা বিক্রয় মার্কেট নির্মান কাজ শেষ হলে চলতি মাসের শেষের দিকে উদ্বোধন করা হতে পারে বলে জানান।
শ্যামনগর উপজেলায় চিংড়ী চাষের প্রাধান্য বেশি। উপজেলায় চিংড়ী ঘের রয়েছে ১৫ হাজারের উর্দ্ধে। যার আয়তন ১৭ হাজার হেক্টরের উপরে। উপজেলার ১২টি ইউনিয়নে কমবেশি বাগদা, গলদা, কাঁকড়া, কুচিয়া ও সাদা মাছ চাষ করা হয়ে থাকে। এসকল চিংড়ী ঘেরের চিংড়ীপোনার চাহিদা মেটাতে চাষিরা বংশীপুর চিংড়ীপোনা বিক্রয়কেন্দ্রে ক্রয় বিক্রয় করে থাকেন। পোনা ব্যবসায়ীদের ব্যবসায়ের সুবিধার্তে এই মার্কেটটি নির্মান করা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান।