শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ষককে মারেন, নয়ত জনগণের কাছে তুলে দেন: তমা মির্জা

মাগুরার ধর্ষিত হওয়া ৮ বছরের মেয়েটি মারা গেছে। এই ঘটনায় গোটা দেশ স্তব্ধ, শোকে কাতর! সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকাদের মনেও গভীর রেখাপাত করেছে ঘটনাটি। সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব তার জন্য করুণ আর্তি আর নিদারুণ কষ্টের পোস্টে। তারকারাও দিয়েছেন শোক জানিয়ে পোস্ট।

ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘শোনেন, পশু ধরে রেখে দেয় না, মেরে ফেলে। আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয়, রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না। দশ-বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না।’

ধর্ষককের শাস্তি দাবি করে তিনি লিখেছেন, ‘ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সঙ্গে সঙ্গে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন। কিন্তু বাঁচিয়ে রাইখেন না।’

প্রসঙ্গত, আট বছরের শিশুটি ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার (৮ মার্চ) বিকেলে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। অবশেষে আজ মারা যায় সে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]