রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষকদের জলকামান নিক্ষেপ করল পুলিশ

পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি করা শিক্ষকরা। পুলিশ তাদের ওপর জলকামান ছুড়েছে।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। এ সময় তাদের ওপর জলকামান ছুড়লে অন্তত পাঁচজন আহত হন। তাদের পরিচয় জানা যায়নি।

 

আরও পড়ুন:

১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না: ধর্ম মন্ত্রণালয়

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের জামিন

অনুমতি ছাড়া ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি করলেই ব্যবস্থা

 

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মিছিল নিয়ে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন শিক্ষকরা। মিছিলটি রাজধানীর কদম ফোয়ারা কাছাকাছি পৌঁছালে পুরিশ তাদের বাধা দেয়। সেখানে পুলিশ তাদের জানায়, বাসভবনের সামনে একসঙ্গে এতজন যাওয়া সুযোগ নেই। চাইলে শিক্ষকদের কয়েকজন প্রতিনিধি সেখানে যেতে পারেন।

তবে পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে শিক্ষকরা সামনের দিকে যেতে চেষ্টা করে। এ সময় শুরু হট্টগোল। পুলিশ তখন জলকামান নিক্ষেপ করে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে শিক্ষকদের বাধা দেওয়া হয়েছে। পরে তারা সড়কের ওপর বসে পড়লে পুলিশ সরিয়ে দিয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]