| ৯ আগস্ট ২০২৫
শিরোনাম:

শ্রীমঙ্গলে গেলে ঘুরে আসতে পারেন হজমটিলা থেকে

শ্রীমঙ্গলে গেলে ঘুরে আসতে পারেন হজমটিলা থেকে

শ্রীমঙ্গল শহর থেকে হজমটিলায় পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় দুই ঘণ্টা। বিকেল চারটায় রওনা দিয়ে সন্ধ্যা ছয়টা নাগাদ আমরা হজমটিলায় পৌঁছাতে পেরেছিলাম। প্রায় আধা ঘণ্টা হজমটিলার প্রকৃতিতে হারিয়ে গিয়েছিলাম। এর মধ্যে সুয্যিমামা বিদায় নিল। আমরাও হজমটিলাকে বিদায় জানালাম। ঘড়িতে তখন ৬টা ৩৭ মিনিট।টিলা পাড়ি দিতে হবে। সবাই ক্লান্ত বোধ করলেও অল্পের জন্য কেউই মনোবল হারাতে নারাজ। তাই ১০-১২ মিনিটের মধ্যে সামনের উঁচু–নিচু টিলা পাড়ি দিয়ে সবাই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। জায়গাটার নাম হজমটিলা। ঘড়ির কাঁটা তখন ছয়টা ছুঁই ছুঁই। তখনো কিন্তু সুয্যিমামা তার আলো ছড়িয়ে যাচ্ছিল। মোটরসাইকেলগুলো এক পাশে রেখে তড়িঘড়ি যে যার মতো ছবি তোলা শুরু করে দিলাম। চারপাশের দৃশ্যটা নিজ চোখে না দেখলে আসলে লেখায় বোঝানো মুশকিল। এককথায়, যত দূর চোখ যাচ্ছিল শুধু সবুজ আর সবুজ। খুব কাছেই ভারত সীমান্ত। সন্ধ্যা নামার পর নাকি সীমান্তের ওপারের বাড়িঘরের ঝলমলে আলো স্পষ্ট দেখা যায়। জানতে পারলাম, সীমান্তের ওপারের এলাকার নাম ‘মনাইবাড়ি’। হরিণছড়া দিয়ে এলেও হজমটিলার এই জায়গা পার্শ্ববর্তী বিদ্যাবিল চা–বাগানের আওতাধীন। কেউ চাইলে এদিক দিয়ে না এসে রাজঘাট, বিদ্যাবিল হয়ে ঘুরেও হজমটিলায় আসতে পারবে। টিলার ওপর নেটওয়ার্ক পাওয়া গেলেও এমনিতে এসব এলাকায় নেটওয়ার্ক পাওয়াটা সহজ নয়।

একে একে কয়েকটি টিলা পাড়ি দিয়ে যেতে হয় হজমটিলায়ছবি: লেখক

একে একে টিলা পাড়ি দিয়ে এবার নিচে নামার পালা। ওঠার চেয়ে নামাটা বেশি ঝুঁকিপূর্ণ। সাবধানে প্রথমে মোটরসাইকেল চালিয়ে নামানো হলো। তারপর একে একে আমরা। টিলার নিচে নামতেই চা–বাগানের ঝিঁঝিপোকার ডাক
শুনতে পেলাম। চা–বাগানের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ফেরার সময় চোখে পড়ল, মাঠ থেকে গরুর পাল নিয়ে বাড়ি ফিরছেন রাখালেরা। রান্নার জন্য লাকড়ি ও গরুর জন্য ঘাস নিয়ে ফিরছেন দিনমজুর। মাঠে খেলছেন একদল তরুণ।

মাঠ পেরিয়ে চা–বাগানের বসতি এলাকায় ঢুকতে ঢুকতে বাড়ি বাড়ি বৈদ্যুতিক বাতির আলো জ্বলে উঠল। হারিকেন বা কুপিবাতির আলো এখন এ রকম সীমান্ত এলাকার জন্যও অতীত হয়ে গেছে। হরিণছড়া এলাকাটি পার হতে অন্ধকার আমাদের ঘিরে ধরল। আমাদের প্রতিটি মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে রাখতে হলো। পথেই সিদ্ধান্ত হলো, কেজুরীছড়া দুর্গামন্দিরের পাশে বিশ্বজিতের দোকানে ডালপুরি, পেঁয়াজু খাওয়া হবে। বিশ্বজিতের দোকানে পৌঁছাতে পৌঁছাতে সাতটার বেশি বেজে গেল। পাশের টিউবওয়েলে সবাই হাত–মুখ ধুয়ে ঠান্ডা পানি খেয়ে চেয়ারে বসতে না বসতেই গরম গরম ডালপুরি, পেঁয়াজু হাজির। ভেজে আনতে না আনতে সাবাড় হয়ে যাচ্ছে। এ রকম চলল চার–পাঁচ রাউন্ড। খাওয়াদাওয়া শেষ করে আটটার দিকে আবার যাত্রা শুরু করা গেল। চারপাশে বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে আসছে–যাচ্ছে। আমরাও থেমে নেই। একে একে কেজুরীছড়া, ফুসকুড়ি, জানাউড়া, কালীঘাট, ফুলছড়া হয়ে রামনগর এসে থামলাম। এবার যে যার মতো করে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হব।

মোটরসাইকেল ছাড়াও শ্রীমঙ্গল থেকে হজমটিলা যেতে পারেন সিএনজি অটোরিকশায়
মোটরসাইকেল ছাড়াও শ্রীমঙ্গল থেকে হজমটিলা যেতে পারেন সিএনজি অটোরিকশায়ছবি: লেখক

যাতায়াত ও খরচ: শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোড পয়েন্টে গেলে হরিণছড়া চা–বাগানগামী অনেক সিএনজি পাবেন। হরিণছড়া ধুপঘর পর্যন্ত জনপ্রতি ভাড়া ৬০ টাকা। হরিণছড়ার মাঠ পেরিয়ে হজমটিলার রাস্তার মুখ পর্যন্ত গেলে ৭০ টাকা। সিএনজি রিজার্ভ নিলে ৩০০ টাকা। বেশি মানুষ হলে জিপগাড়ি ভাড়া নিয়ে নিতে পারেন। সারা দিন চুক্তিতে গেলে তারা ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা বললেও এসব জায়গার জন্য নিলে কথা বলে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় মানাতে পারবেন। তাঁদের হরিণছড়া মাঠ পেরিয়ে হজমটিলায় যাওয়ার প্রবেশমুখে নামিয়ে দিতে বলবেন।

যা যা দেখে আসতে পারেন: শ্রীমঙ্গল থেকে হজমটিলার উদ্দেশে সকাল সকাল রওনা দিয়ে দিতে পারলে একসঙ্গে কয়েকটি জায়গা ঘুরে আসতে পারবেন। হরিণছড়ায় ঢোকার আগে কেজুরীছড়ায় ডিনস্টন সিমেট্রি দেখে যেতে সব মিলিয়ে বড়জোর ২০-২৫ মিনিট লাগবে। তারপর হজমটিলার উদ্দেশে হরিণছড়া হয়ে যাওয়ার সময় জপমালা রানী মা মারিয়ার তীর্থস্থানটি দেখে যেতে পারেন। বের হয়ে হরিণছড়া খেলার মাঠের বাঁ পাশের রাস্তা দিয়ে ঝাউবনটা দেখে বের হতে পারেন। তারপর সোজা রাস্তা ধরে হজমটিলায় চলে যেতে পারেন।

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার বড় সুখবর: চালু হলো মাল্টিপল এন্ট্রি ভিসা

শ্রীমঙ্গলে গেলে ঘুরে আসতে পারেন হজমটিলা থেকে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মালয়েশিয়া সরকার অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য বহুল প্রত্যাশিত মাল্টিপল এন্ট্রি ভিসা (MEV) চালু করেছে।

শুক্রবার (৮ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ ঘোষণা দেয়। এতে জানানো হয়, এই সুবিধা শুধু বৈধ পাস ল্যান কার্ড কেদাতাং সেমেন্টারা (PLKS) ধারকদের জন্য প্রযোজ্য হবে এবং আন্তর্জাতিক প্রবেশপথে ইমিগ্রেশন বিভাগ এর সমন্বয় করবে।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই উদ্যোগ অভিবাসী কর্মীদের জন্য মালয়েশিয়া ও নিজ দেশে যাতায়াত আরও সহজ করবে, একইসাথে ইমিগ্রেশন পাসের অপব্যবহার কমাবে। তাছাড়া বিদেশে অবস্থানরত মালয়েশিয়ার দূতাবাসগুলোতে নতুন ভিসা আবেদনের চাপও হ্রাস পাবে।

বাংলাদেশি কর্মীরা এখন থেকে ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে সহজেই দেশে আসা-যাওয়া করতে পারবেন, যা আগে সিঙ্গেল এন্ট্রি ভিসার কারণে সীমাবদ্ধ ছিল।

গত ১৫ জুলাই কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক ফেসবুক পোস্টে এই ভিসা চালুর বিষয়ে অবহিত করেছিল।

বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। গত মে মাসে মালয়েশিয়া সফরে গিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে। আলোচনার পর ১০ জুলাই এ বিষয়ে সরকারি পরিপত্র জারি করা হয়।

এমইভি চালুর ফলে বর্তমানে ১৫টি শ্রমিক সরবরাহকারী দেশের মধ্যে থাকা বাংলাদেশি কর্মীরা অন্যান্য দেশের শ্রমিকদের মতোই একাধিকবার যাতায়াতের সুযোগ পাবেন। এতে তাদের ভ্রমণ সুবিধা ও কর্মজীবনে স্বস্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল ইসলামী ছাত্র শিবির

শ্রীমঙ্গলে গেলে ঘুরে আসতে পারেন হজমটিলা থেকে
তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়ায় বিশ্বময়” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক‍্যারিয়ার গাইডলাইন এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ইসলামি সাহিত্য, সার্টিফিকেট, কলম, পরিবেশ বন্ধু গাছ এবং ছাত্রশিবিরের পরিচিতি উপহার হিসেবে তুলে দেয়া হয়।
উপজেলা সভাপতি আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দ্বীপ জন মিত্র। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ ও কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
অন‍্যান‍্যদের মধ্যে মিজানুর রহমান, ফেরদৌস হোসেন, আবু হেনা মাসুম, রোকনুজ্জামান ও রাজু আহমেদ প্রমখ বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়া জান্নাতুন ফেরদৌসী ও জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের তানভীর হাসান তামিম।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা এবং কৃতিত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শ দেন তারা।
বক্তারা বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে বড়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে চালিয়ে যেতে হবে সর্বোচ্চ চেষ্টা। জ্ঞান-বিজ্ঞানের চর্চা, সময়ের সঠিক ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধ লালনের মাধ্যমে একজন শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই।

যুক্তরাষ্ট্রে জিম্বাবুয়ের রুটিন ভিসা সাময়িক স্থগিত, উদ্বেগে নাগরিকরা

শ্রীমঙ্গলে গেলে ঘুরে আসতে পারেন হজমটিলা থেকে

যুক্তরাষ্ট্র হঠাৎ করেই জিম্বাবুয়ের নাগরিকদের জন্য সব ধরনের নিয়মিত (রুটিন) ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে।

শুক্রবার (৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ে সরকারের সঙ্গে কিছু ইস্যুতে উদ্বেগ দূর করার চেষ্টা চালাচ্ছে। সেই আলোচনার অংশ হিসেবে জিম্বাবুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস শুক্রবার থেকে রুটিন ভিসা কার্যক্রম স্থগিত রাখবে।

 

দূতাবাস জানিয়েছে, এটি সাময়িক পদক্ষেপ, যার মূল উদ্দেশ্য হলো ভিসার অপব্যবহার ও সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান (Overstay) রোধ করা।

তবে, কূটনৈতিক ও সরকারি কাজে ব্যবহৃত ভিসাগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

 

অভিবাসন নীতিতে কড়াকড়ি

আলজাজিরা আরও জানিয়েছে, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সময় থেকে চলা অভিবাসন নীতিরই একটি অংশ, যেখানে আফ্রিকার একাধিক দেশের উপর কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

 

চলতি বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে ৭টি দেশ আফ্রিকায় অবস্থিত। এছাড়াও আরও ৭টি দেশের ওপর বিধিনিষেধ বাড়ানো হয়, যাদের মধ্যে জিম্বাবুয়ে, মালাউই ও জাম্বিয়া রয়েছে।

 

যুক্তরাষ্ট্রের নির্দেশনা কী?

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ৩৬টি দেশের কাছে দাবি জানিয়েছে, যাতে তারা—

নিজেদের নাগরিক যাচাই প্রক্রিয়া উন্নত করে

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে আনে

ভিসা ব্যবস্থায় অনিয়ম ও অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ নেয়

 

×