| ১০ আগস্ট ২০২৫
শিরোনাম:

বেসিস নির্বাচন আগামীকাল, ১১ পদে লড়ছেন ২৯ জন

বেসিস নির্বাচন আগামীকাল, ১১ পদে লড়ছেন ২৯ জন

দেশের সফটওয়্য্যার খাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্য্যার আ্যন্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২২-২৩ মেয়াদের নির্বাচন হবে আগামীকাল ২৬ ডিসেম্বর। রাজধানীর গুলশানে শুটিং ফেডারেশেনে অনুষ্ঠেয় এ নির্বাচনে ৮৭৬ জন ভোটার ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচন করবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে ‘সিনার্জি স্কোয়াড’ এবং ‘ওয়ান টিম’ নামে দুটি প্যানেলে ২০ জনসহ আটজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে আটটি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন। অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট বিভাগের দুটি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ইন্টারন্যাশনাল বিভাগে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন প্রার্থী নির্বাচিত হচ্ছেন। ‘সিনার্জি স্কোয়াড’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বেসিসের দুই মেয়াদের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম এবং ‘ওয়ান টিম’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বেসিসের সাবেক জে৵ষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ।

‘সিনার্জি স্কোয়াড’ প্যানেলটি দেশ–বিদেশে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইিসিট) খাতের সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। হাবিবুল্লাহ এন করিম প্রথম আলোকে বলেন, বিজয়ী হলে সংগঠনের সব সদস্যের মতামত ও প্রয়োজন বুঝে বেসিসের ভবিষ্যৎ কর্ম–পরিকল্পনা ও কাজের পরিধি ঠিক করা হবে। বিভিন্ন কর্মশালা আয়োজনের পাশাপাশি পরামর্শ সহায়তা দেওয়া হবে। ফলে তরুণ উদ্যোক্তারা সরকারি–বেসরকারি কাজের পাশাপাশি বিদেশেও সফটওয়্যার রপ্তানির সুযোগ পাবেন।

এ প্যানেলের অন্য সদস্যরা হলেন স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিংয়ের মুশফিকুর রহমান, অ্যাডভান্সড ইআরপির মোস্তাফিজুর রহমান সোহেল, ড্রিম৭১ বাংলাদেশের রাশাদ কবির, জেডএস সলিউশনসের সৈয়দা খাদিজা দীনা, ডাটাবিজ সফটওয়্যারের রাশেদ কামাল, অ্যানালাইজেন বাংলাদেশের মুহম্মদ রিসালাত সিদ্দীক, বন্ডস্টাইন টেকনোলজিসের মীর শাহরুখ ইসলাম, ইওয়াইহোস্টের ইমরান হোসেন এবং মাইহেলথ বিডি ডটকমের মঞ্জুরুল হক।

নির্বাচনে জিতলে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক কার্যনির্বাহী কমিটি করার পরিকল্পনার কথা জানিয়েছেন ‘ওয়ান টিম’–এর রাসেল টি আহমেদ। তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে ১০০ দিন পরপর বেসিসের সদস্যদের মুখোমুখি হব। সদস্যদের সব সেবা নিশ্চিত করতে কল সেন্টার চালুর পাশপাশি বেসিসে প্রধান নির্বাহী বা নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হবে।’ ওয়ান টিমের ১০ সদস্যের প্যানেলের অন্য সদস্যরা হলেন মাইন্ডল্যাবজের সুজাদুর রহমান, গিগা টেকের সামিরা জুবেরী, স্টার কম্পিউটারের রেজওয়ানা খান, এনরুট ইন্টারন্যাশনালের আবু দাউদ খান, টেকনোগ্রামের এ কে এম আহমেদুল ইসলাম, চালডালের জিয়া আশরাফ, জামান আইটির জামান খান, পাঠাওয়ের ফাহিম আহমেদ এবং ড্রিমার্জ ল্যাবের তানভীর হোসেন খান।

ঝিনাইদহ সীমান্তে আটক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন

বেসিস নির্বাচন আগামীকাল, ১১ পদে লড়ছেন ২৯ জন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক রিয়াজ উদ্দীন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা ডা. দীপু মনির ভাগ্নে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় জনতা রিয়াজ উদ্দীনকে তিন দালালের সঙ্গে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন। আটক দালালরা হলেন—সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে মহেশপুরের দালালদের হাতে তুলে দেন।

শনিবার দুপুরে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে জেলেপোতা গ্রামের বাসিন্দারা তিন দালালের সঙ্গে রিয়াজ উদ্দীনকে দেখে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবের মানববন্ধন

বেসিস নির্বাচন আগামীকাল, ১১ পদে লড়ছেন ২৯ জন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে ও গাজী আল ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, রিপোর্টাস ক্লাবের আহবায়ক জি এম খলিলুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, সিনিয়র সাংবাদিক প্রকৌশলী আফজালুর রহমান, হুসাইন বিন আফতাব সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ভিডিও ধারণের অপরাধে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ‌।

শ্যামনগরের সাংবাদিক সমাজ চাঁদাবাজি, দূর্নীতি ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

মানববন্ধনে শ্যামনগরের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পাতার বিড়ি ও ক্যান্সারের ওষুধ সহ অন্যান্য মালামাল আটক

বেসিস নির্বাচন আগামীকাল, ১১ পদে লড়ছেন ২৯ জন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার ভারতীয় পাতা বিড়ি ও ক্যান্সারের ওষুধসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) গভীর রাত থেকে ভোরের দিকে উপজেলার পশ্চিম সুন্দরবনের খাল এলাকায় কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইফতেখারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা ১৫ বস্তা মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ক্যান্সারের ওষুধের মধ্যে রয়েছে, KI Malam , B-Tex , Deferasirox , Baat Ki Dawa , Meltiioxsalen এবং Valgan ।

এছাড়া জব্দকৃত অবৈধ ভারতীয় পাতা বিড়ির মধ্যে রয়েছে,বিড়ি ৬৬ হাজার ৪০০ পিস, বাপ্পা বিড়ি ১০ লাখ পিস এবং চাচা বিড়ি ১ লাখ ৩৪ হাজার পিস। মোট ১২ লাখ ৮০০ পিস বিড়ি উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষাধিক টাকা।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কৈখালী গ্রামের আজিজুল হক (৩৮), ভেটখালী গ্রামের আশরাফ হোসেন (২৮), বোষখালী গ্রামের সোবহান মোল্লা (৪০) এবং কৈখালী গ্রামের মোঃ দেলোয়ার (৪৮)।

অভিযান শেষে আটককৃত আসামি ও জব্দ মালামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

×