| ১০ আগস্ট ২০২৫
শিরোনাম:

ব্যাংক খাতে অটোমেশনে নতুন নিয়ম প্রয়োজন

ব্যাংক খাতে অটোমেশনে নতুন নিয়ম প্রয়োজন

দেশে সব খাতের উন্নয়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের ভূমিকা রয়েছে। কিন্তু আইসিটির অন্যতম বড় বাজার ব্যাংক খাতের বেশির ভাগ ব্যাংক অটোমেশনে (স্বয়ংক্রিয় ব্যবস্থা) ভারতীয় কোম্পানির ওপর নির্ভর করে। দেশের আইসিটি খাতের উন্নয়নে সরকার ও বাংলাদেশ ব্যাংককে এ ক্ষেত্রে কিছু নিয়ম করে দিতে হবে।

মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথাগুলো বলেন। রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে যৌথভাবে ‘বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আইসিটির গুরুত্ব’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

গোলটেবিলে পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মূল বক্তব্য উপস্থাপন করেন। দেশের আইসিটি খাতের বর্তমান পরিস্থিতি, পরিসংখ্যানসহ এ খাতের অবদানের বিষয়গুলো তিনি তুলে ধরেন।

দেশে আইসিটি সেবার চাহিদা প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, স্বাস্থ্য খাতের অটোমেশনে আইসিটির প্রচুর চাহিদা থাকার কথা। কিন্তু এর ধারেকাছেও কিছু হয়নি। আইসিটি খাতের একটি বড় বাজার হতে পারে স্বাস্থ্যসেবা। এই খাতে সরকারি–বেসরকারি অংশীদারত্বে কাজ করতে হবে। কৃষি খাতেও আইসিটি খাতের অনেক কিছু করার আছে।

পিআরআইয়ের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘ব্যাংকগুলোর সবার অটোমেশন প্রয়োজন। কিন্তু আমি দেখেছি, এদের বেশির ভাগই ভারতীয় কোম্পানির ওপর নির্ভর করছে। এটা দুর্ভাগ্যজনকও। ব্যাংক একটি বড় বাজার আইসিটির জন্য। একটি অটোমেশনের জন্য কোটি টাকার ওপর প্রয়োজন হয়। ব্যাংক খাত একাই হাজার হাজার কোটি টাকার বাজার হয়ে উঠতে পারে।’

বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকগুলোর জন্য বাধ্যতামূলক করতে হবে, অটোমেশন–প্রক্রিয়া বা আইসিটিভিত্তিক সেবা-সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে বিদেশি কোম্পানি এলে অবশ্যই যেন দেশীয় কোনো কোম্পানিকে রাখে। যৌথভাবে কাজ করতে হবে। এতে দেশের বাজার বড় হবে এবং দক্ষতাও বাড়বে। এখানে সম্ভাবনা অনেক।

আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ বড় বিষয় উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেছেন, ভারতীয়রা বিশ্বের বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু বাংলাদেশ সেখানে ভালো করছে না। বছরে অন্তত এক হাজার গ্র্যাজুয়েট লাগবে এ খাতে এবং অবশ্যই তা মানসম্পন্ন হতে হবে।

পিআরআইয়ের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ল্যাব আছে, কারিকুলাম আছে; কিন্তু শিক্ষকেরা কতটা সেসব বিষয়ে প্রশিক্ষিত, সে প্রশ্ন রয়েছে। এমনও খবর আছে যে ল্যাব তালাবদ্ধ থাকে। ফ্রিল্যান্সিংয়ে আমরা সংখ্যায় ভালো করছি, কিন্তু কাজের দিক থেকে অন্যদের চেয়ে তা মানসম্মত নয়।’

রাজস্ব বোর্ডের অটোমেশন–প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে এসএমএসি অ্যাডভাইজারি সার্ভিসেস লিমিটেডের পরিচালক স্নেহাশীষ বড়ুয়া বলেন, করপোরেট কর অনলাইনে দেওয়া যায় না, আয়কর দিতে গেলেও সেখানে সমস্যা। একটি সিস্টেমের সঙ্গে আরেকটি সিস্টেমের কোনো সমন্বয় নেই। তাঁর প্রশ্ন, ‘আর্থিক খাতকে যদি ইন্টার-অপারেবিলিটি (এক ব্যবস্থা থেকে অন্য ব্যবস্থায় তথ্য আদান-প্রদান বা লেনদেন) করতে না পারি, তাহলে স্বপ্ন দেখব কীভাবে?’

স্নেহাশীষ বড়ুয়া আরও বলেন, যেসব বিদেশি কোম্পানিকে দিয়ে কাজ হচ্ছে, তারা দেশের অনেক সংবেদশীল তথ্য জেনে যাচ্ছে।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, সব খাতের পেছনে আইসিটির ভূমিকা রয়েছে। এ খাতকে বিশেষ খাত হিসেবে বিবেচনা করতে হবে। ব্যাংকে আর্থিক সুবিধা পাওয়ার সুযোগসহ আয়কর ছাড়ের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

বেসিসের সহসভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মাদ কামালের সঞ্চালনায় গোলটেবিলে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দীন, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসান। এতে উপস্থিত ছিলেন বেসিসের সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান, বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান, এম আসিফ রহমান, মুহম্মদ রিসালাত সিদ্দীক, মীর শাহরুখ ইসলাম, বিপ্লব ঘোষ রাহুল প্রমুখ।

ঝিনাইদহ সীমান্তে আটক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন

ব্যাংক খাতে অটোমেশনে নতুন নিয়ম প্রয়োজন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক রিয়াজ উদ্দীন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা ডা. দীপু মনির ভাগ্নে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় জনতা রিয়াজ উদ্দীনকে তিন দালালের সঙ্গে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন। আটক দালালরা হলেন—সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে মহেশপুরের দালালদের হাতে তুলে দেন।

শনিবার দুপুরে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে জেলেপোতা গ্রামের বাসিন্দারা তিন দালালের সঙ্গে রিয়াজ উদ্দীনকে দেখে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবের মানববন্ধন

ব্যাংক খাতে অটোমেশনে নতুন নিয়ম প্রয়োজন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে ও গাজী আল ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, রিপোর্টাস ক্লাবের আহবায়ক জি এম খলিলুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, সিনিয়র সাংবাদিক প্রকৌশলী আফজালুর রহমান, হুসাইন বিন আফতাব সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ভিডিও ধারণের অপরাধে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ‌।

শ্যামনগরের সাংবাদিক সমাজ চাঁদাবাজি, দূর্নীতি ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

মানববন্ধনে শ্যামনগরের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পাতার বিড়ি ও ক্যান্সারের ওষুধ সহ অন্যান্য মালামাল আটক

ব্যাংক খাতে অটোমেশনে নতুন নিয়ম প্রয়োজন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার ভারতীয় পাতা বিড়ি ও ক্যান্সারের ওষুধসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) গভীর রাত থেকে ভোরের দিকে উপজেলার পশ্চিম সুন্দরবনের খাল এলাকায় কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইফতেখারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা ১৫ বস্তা মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ক্যান্সারের ওষুধের মধ্যে রয়েছে, KI Malam , B-Tex , Deferasirox , Baat Ki Dawa , Meltiioxsalen এবং Valgan ।

এছাড়া জব্দকৃত অবৈধ ভারতীয় পাতা বিড়ির মধ্যে রয়েছে,বিড়ি ৬৬ হাজার ৪০০ পিস, বাপ্পা বিড়ি ১০ লাখ পিস এবং চাচা বিড়ি ১ লাখ ৩৪ হাজার পিস। মোট ১২ লাখ ৮০০ পিস বিড়ি উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষাধিক টাকা।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কৈখালী গ্রামের আজিজুল হক (৩৮), ভেটখালী গ্রামের আশরাফ হোসেন (২৮), বোষখালী গ্রামের সোবহান মোল্লা (৪০) এবং কৈখালী গ্রামের মোঃ দেলোয়ার (৪৮)।

অভিযান শেষে আটককৃত আসামি ও জব্দ মালামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

×