ব্রেকিং নিউজ

যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, ইউএস-বাংলার এয়ারক্রাফট বেড়ে ২৫

যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, ইউএস-বাংলার এয়ারক্রাফট বেড়ে ২৫

ছবি : সংগৃহীত

Advertisement

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ২১ অক্টোবর, মঙ্গলবার যুক্ত হয়েছে আরও একটি বৃহদাকৃতির এয়ারবাস A330-300, যা নিয়ে এখন দেশীয় এই বেসরকারি বিমান সংস্থাটির মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ২৫-এ।

নতুন এই এয়ারবাসটি স্পেনের টারুয়েল বিমানবন্দর থেকে যাত্রা করে সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই বিমানে আসন রয়েছে মোট ৪৩৬টি। ঢাকায় অবতরণের পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে উড়োজাহাজটি গ্রহণ করেন।

এই নতুন এয়ারবাসটি ব্যবহার করে শিগগির সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

Advertisement

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে

৩টি এয়ারবাস A330-300

৯টি বোয়িং ৭৩৭-৮০০

১০টি এটিআর ৭২-৬০০

Advertisement

এয়ারক্রাফট সংখ্যার দিক থেকে ইউএস-বাংলা এখন বাংলাদেশের বৃহত্তম বিমান সংস্থা।

এছাড়া সংস্থাটি অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্যগুলো যেমন— কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং গুয়াংজু-তে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×