দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেব: তারেক রহমান
তারেক রহমান, ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি আসন্ন জাতীয় নির্বাচন, বিএনপির কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতামত দেন।
সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি। ফিজিক্যালি আমি বিদেশে থাকলেও মানসিকভাবে সবসময় বাংলাদেশেই আছি।”
গণমাধ্যমে দীর্ঘদিন কথা না বলার বিষয়ে তিনি বলেন, “আমি কথা বলেছি, তবে আগের সরকার আদালতের আদেশে আমার বক্তব্য প্রচারে বাধা দিয়েছিল। অনেক সময় গণমাধ্যম ইচ্ছা থাকলেও প্রকাশ করতে পারেনি। সামাজিক মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি।”
দেশে ফেরার প্রশ্নে তারেক রহমান জানান, “কিছু সংগত কারণে ফেরাটা এখনো হয়নি। তবে সময় এসেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব।”
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতি করছি, নির্বাচন থেকে দূরে থাকার প্রশ্নই আসে না। জনগণের প্রত্যাশিত নির্বাচনে আমি জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ।”
নিরাপত্তা শঙ্কা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বিভিন্ন সময় নানা পক্ষের কাছ থেকে নানা ধরনের শঙ্কার কথা শুনেছি, এমনকি সরকারি মহল থেকেও।”