Site Logo | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে ঢাকা জেলা প্রশাসন

অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে ঢাকা জেলা প্রশাসন

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। কুখ্যাত ও অভ্যাসগত অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে এই বিধান কার্যকর করা হবে।

রোববার (৫ অক্টোবর) জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজে হুমকিস্বরূপ ব্যক্তিদের তথ্য দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা অনুযায়ী অভ্যাসগত অপরাধীদের ভবিষ্যতে অপরাধ ঠেকাতে তাদের কাছ থেকে ভালো আচরণের মুচলেকা নেওয়া যায়। চোর, ডাকাত, অপহরণকারী, চাঁদাবাজ ও ত্রাসসৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে এ ধারা প্রয়োগ করা সম্ভব।

Advertisement

জেলা প্রশাসনের মতে, নির্দিষ্ট প্রমাণের অভাবে অনেক অপরাধী শাস্তি এড়িয়ে যায়, তবে এলাকাবাসীর সহযোগিতায় ১১০ ধারা প্রয়োগের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। নগরীর বিশিষ্টজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ঢাকায় অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×