"ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নয় জামায়াত"
জামায়াতে আমির, ছবি: সংগৃহীত
Advertisement
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নয়। শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আল্লাহভীরু ও ন্যায়পরায়ণ মানুষ সমাজের নেতৃত্বে এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, “একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষ মিলেও করতে পারে না। স্বাধীনতার এত বছর পরও আমরা একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারিনি। এ ক্ষেত্রে আলেম-ওলামাদের জাতিকে পথ দেখাতে হবে। নিজেদের জ্ঞান কোরআন-হাদিসের আলোকে সমাজ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।”
Advertisement
Advertisement