Site Logo | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ইউএনজিএ অধিবেশনে অংশ নিয়ে বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

ইউএনজিএ অধিবেশনে অংশ নিয়ে বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস, ছবি: সংগৃহীত

Advertisement

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে অংশগ্রহণ বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে ইউনূস বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করেন এবং গণতন্ত্র, মানবিক নেতৃত্ব ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ইউএনজিএ’র ভাষণে তিনি স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেন যে বাংলাদেশ গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রস্তুত।

Advertisement

প্রেস সচিব আরও জানান, এবার প্রথমবারের মতো তিনটি রাজনৈতিক দলের ছয় প্রতিনিধি একইসঙ্গে আন্তর্জাতিক সফরে যোগ দেন। তারা প্রবাসী কূটনীতিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে দেশের ঐক্যবদ্ধ গণতান্ত্রিক অঙ্গীকার তুলে ধরেন।

ইউনূস ইতালি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আলবেনিয়া, কসোভো ও ভুটানের নেতাদের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

সফরে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আসে ৯৬ মিলিয়ন ডলারের অঙ্গীকার। এছাড়া নতুন শ্রমবাজার উন্মোচনে আলবেনিয়া, কসোভোসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে আশাব্যঞ্জক আলোচনা হয়।

প্রেস সচিব জানান, ইউনূস জাতিসংঘকে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের অগ্রগতির স্বাধীন মূল্যায়নের অনুরোধ করেন, যা আন্তর্জাতিক আস্থা ও জবাবদিহিতার প্রতি বাংলাদেশের উন্মুক্ততা প্রকাশ করে

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×