Site Logo | শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

হাসিনার এক হাজার কল রেকর্ড গায়েব, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাসিনার এক হাজার কল রেকর্ড গায়েব, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

Advertisement

জুলাই আন্দোলন দমাতে নিজ দলের নেতা–কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে হাজারো নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমনের পাশাপাশি ইন্টারনেট সেবাও হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে তিনি বাধ্য হয়ে বহু ফোনকলের মাধ্যমে নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে।

তদন্তে উঠে এসেছে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা যখন দিল্লিতে অবস্থান করছিলেন, তখন ঢাকায় তার কল রেকর্ড মুছে ফেলার কাজ চলে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে ওইদিন সন্ধ্যায় এনটিএমসির সার্ভার থেকে শেখ হাসিনার চারটি নম্বরের অন্তত এক হাজার কল রেকর্ড এবং মালিকানার তথ্য মুছে ফেলা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা যুগান্তরকে বলেন, “কল ডেটা মুছে ফেলার ঘটনাটি নজিরবিহীন। তদন্তে আমরা এনটিএমসির সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি। জিয়াউল আহসানের নির্দেশেই চুক্তিভিত্তিক কর্মকর্তারা ডিজিটাল আলামত নষ্ট করেন।”

Advertisement

তিনি আরও জানান, ওইদিন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এক সাবেক পরিকল্পনামন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়। বর্তমানে এসব ডিজিটাল প্রমাণ উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, জিয়াউল আহসান দীর্ঘ ১৫ বছর এনটিএমসির মহাপরিচালক হিসেবে আলোচিত ছিলেন। শেখ হাসিনা সরকার পতনের পরদিনই তাকে চাকরিচ্যুত করা হয়। বর্তমানে তিনি গ্রেফতার হয়ে জুলাই গণহত্যা মামলায় বিচারাধীন। গুম–খুনের ঘটনায় তাকে অন্যতম কুশীলব দাবি করে ‘মায়ের ডাক’ সংগঠনসহ ভুক্তভোগীদের স্বজনরা তার বিচারের দাবি জানিয়ে আসছে।


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×