শেখা হাসিনাকে শুভেচছা জানিয়ে তোপের মুখে সাকিব
ছবি: সংগৃহীত
পলাতক স্বৈরশাসক শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সামাজিক মাধ্যমে নেটিজেনরা তাকে ‘আওয়ামী দোসর’ ও ‘দালাল’ বলে আখ্যা দিচ্ছেন।
ঘটনার সূত্রপাত রোববার রাতে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে সাকিব লেখেন “শুভ জন্মদিন আপা।”
এরপরই সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, “গণহত্যাকারী হাসিনার জন্য এত দরদ কেন?”
এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুকে একটি পোস্ট দেন। সরাসরি নাম না নিলেও সেখানে সাকিবকে উদ্দেশ্য করেই তিনি লেখেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। তবে আমি ঠিক ছিলাম। এখানেই সব আলোচনার সমাপ্তি।”
এই পোস্টের জবাবেই সোমবার রাতে ফের লেখেন সাকিব। নিজের ফেসবুক পেজে তিনি লিখেন
“যাক, শেষমেষ কেউ একজন স্বীকার করলেন, তার জন্যই আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ।”